সুনামগঞ্জে বিএনপির প্রার্থী নাছির চৌধুরীর ইটের জবাবে ফুল দিলেন জামায়াতের প্রার্থী শিশির মনির
- Update Time : ০২:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ডেস্ক রিপোর্ট :: নির্বাচনী আমেজের হাওয়া বইছে সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে। প্রথম তালিকায় প্রার্থী না দিলেও সর্বশেষ বিএনপির ৩৬ জন প্রার্থীর তালিকায় নাম আসে সুনামগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর। বিএনপির মনোনয়ন ঘোষণার পরই জমে উঠেছে এই আসনের নির্বাচনী প্রচারণা। বিএনপির এই প্রবীণ রাজনীতিকের প্রতিদ্বন্দ্বি হিসেবে বেশ শক্ত অবস্থানে জামায়াত ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ্য আইনজীবী শিশির মনির। অনেক আগে থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। বিভিন্ন গ্রাম, বাজারে উঠান বৈঠক বা নির্বাচনী সভার বক্তব্যে এখন পর্যন্ত প্রতিপক্ষকে নিয়ে বিষেদাগার করে বক্তব্য দিতে শোনা যায় নি। পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী হওয়ায় চিকিৎসাধীন থাকাকালীন বিএনপির প্রার্থীর বাড়িতে গিয়ে খোঁজ খবরও নিয়েছেন শিশির মনির। তবে দলের মনোনয়ন পাওয়ার পর ঢাকা থেকে নিজ এলাকায় ফিরে সোমবার মনোনয়ন বঞ্চিত এক নেতার সাথে স্বাক্ষাতের সময় জামায়াতের প্রার্থী শিশির মনিরকে রাজাকারের ছেলে বলে বিষ্ফোরক মন্তব্য ছুড়েন সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, শিশির মনিরকে আপনারা (উপস্থিত নেতাকর্মীরা) যেভাবে দেখতেছেন আমি কিন্তু পারি না দেখতে। কারণ সে একনাম্বারে রাজাকারের ছেলে। আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশবাসিও করেছে, সে (শিশির মনির) এবং তার বাপ বিরুদ্ধে ছিল। তার নির্বাচিত হওয়া খুব কঠিন। চা বিস্কুট খাওয়াইয়া, এলাকায় গিয়া ঢং তামাশা করা, কাজে সহযোগিতা করতেছে কিন্তু এসবে মানুষের মন গলবে না। এর কয়েকঘন্টা পর শিশির মনিরের মিডিয়া সেল থেকে ৫ মিনিটের একটি ভিডিও বার্তা দেন শিশির মনির। ক্যাপসনে লিখেন, বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন এবং শারীরিক সুস্থতা কামনা।
ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ- ২ আসনে বর্ষীয়ান রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরীকে নমিনেশন দিয়েছে। নমিনেশন পাওয়ার পর আমি উনাকে অভিনন্দন জানিয়েছি এখনো অভিনন্দন জানাই। আমি মনেকরি সামনে যে নির্বাচন হবে সেখানে প্রতিযোগিতা হবে প্রচার প্রচারণা হবে, কিন্তু কোন ধরনের অপ্রীতিকর কথা, ঘটনা, অসম্মান, অশ্রদ্ধা এগুলো কিছুই হবে না। আমার পক্ষ থেকে কখনো কোনভাবেই ঘুনাক্ষরে একটা শব্দ উচ্চারণ করতে চাইবো না যা জনাব নাছির উদ্দিন চৌধুরীর ব্যক্তিত্ব কিংবা মর্যাদায় আঘাত লাগে। আমি সব সময় সম্মান দেয়ার পক্ষে, ইজ্জত দেওয়ার পক্ষে শেখার পক্ষে। তিনি অত্যন্ত অভিজ্ঞ লোক তার কাছ থেকে শিখতে চাই, বুঝতে চাই। বেশ দীর্ঘদিন ধরে তিনি নানা ধরনের শারীরিক অসুবিধায় ভুগছেন। দেশের বাইরে চিকিৎসা করতে গিয়েছেন আবার দেশে ফিরেছেন। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, সুস্থতা কামনা করি । পরিপূর্ণভাবে সুস্থ হয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াবেন আমি প্রত্যাশা করি।






















