সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণকে উম্মাহ এইড’র পক্ষথেকে ঈদ গিফট বিতরণ
- Update Time : ০৪:০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
উম্মাহ এইড জনগণের সহযোগিতায় সর্বস্তরের দুঃখি মানবতার পাশে দাঁড়িযে তাঁদের স্বস্তির সদন নির্মাণ করতে চায়। দুঃখি, অভাব ও গরীব এবং এতিমদের সাথে কাজ করতে চায়।
গতকাল শনিবার সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণে পাশে দাঁড়ানোর লক্ষ্যে ও অসহায় মানুষের দুঃখ কিছুটা হলেও লাগবের জন্য পবিত্র ঈদে তাঁদের মুখে হাসি ফুটাতে ঈদ গিফট- ত্রাণ সামগ্রিক বিতরণ করেছে।
উম্মাহ এইড এর প্রতিনিধি ছাতক থানার মুহাম্মদ জহিরুল ইসলাম (জহির মিয়া), সুনামগঞ্জ সদর থানার মুহাম্মদ শামছুল ইসলাম সেবুল ও ছাত্রনেতা মুহাম্মদ আতাউল হকের সহযোগিতায় ত্রান বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ছাতক দুয়ারার সাবেক সংসদ সদস্য এডভোকেট আবদুল মজিদ, অধ্যাপক মুহিব্বুর রহমান শিবলু, মাওলানা শুয়াইবুর রহমান, শাহ কামাল সাজু, মুহাম্মদ শরিফ মাহমুদ, মুহাম্মদ রাসেল মিয়া, দিলোয়ার হুসেন, অলি আহমদ সায়েদ প্রমুখ৷ প্রেস বিজ্ঞপ্তি


























