সুনামগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
- Update Time : ১০:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :: প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায়” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আত্ম- অনুসন্ধান বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই দিবসকে সামনে রেখে আত্ম- অনুসন্ধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) সমর কুমার পাল। সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়। জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডা. তানজিল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরী এবং গীতাপাঠ করেন অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির সদস্য অনুকুল চন্দ্র দাস। বক্তব্য রাখেন, জাতীয় সমাজসেবা পরিষদের সদস্য নুরুর রব চৌ, অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গাজী, আরডিএস এর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, রিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম ও প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি নুর উদ্দিন প্রমুখ।























