সুনামগঞ্জে ছুরীকাঘাতে গীতিকার নির্মল কর জনি গুরুতর আহত
- Update Time : ০১:৪৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে সন্ত্রাসীদের ধারালো ছুরীকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গীতিকার নির্মল কর জনি (৩৫)। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর-চান্দিঘাট খেয়ানৌকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,ইউনিয়নের অক্ষয়নগর নিবাসী আব্দুর রউফ মিয়া ও তার পুত্ররা জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে ইব্রাহিমপুর পশ্চিমহাটি গ্রামের নিরীহ নাগরিক ফরিদ মিয়ার বাড়ী ঘেরাও করে তাদের উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হামলাকারী আব্দুর রউফ,রউফের পুত্র রাজিব (৩০) ও রকি (২৫) সহ তাদের গোত্রীয় লোকজনকে ধাওয়া করে। এ সময় থানায় গিয়ে মামলা দায়েরের জন্য সুরমা নদীর উত্তরপাড়ে খেয়ানৌকায় উঠে দুপক্ষ সংঘর্ষে জড়িত হলে সংঘর্ষ থামাতে গিয়ে রাজিব ও রকির ছুরিকাঘাতে পেটের বাম পার্শ্বে গুরুতর আহত হন নির্মল কর জনি। আহত নির্মল সুরমা ইউনিয়নের পূর্ব সদরগড় নিবাসী মৃত নিতাই করের একমাত্র পুত্র। ঘটনার সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই আশরাফ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। ইব্রাহিমপুর গ্রামের ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন জানান,ইব্রাহিমপুর আনন্দবাজার এলাকায় ঐ ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আমরা সকলে মিলে তাৎক্ষনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অন্যদিকে ছুরিকাঘাতে গুরুতর আহত গীতিকার নির্মল কর জনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে।





























