সুনামগঞ্জে কৃষকদের জন্য আজিজুস সামাদ ডনের উদ্যোগ
- Update Time : ০৮:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
টানা তিন বছর ঘরে ফসল তুলতে পারেন নি সুনামগঞ্জের মানুষ। অকালে পানির নিচে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। দুঃস্বপ্ন এখন তাদের তাড়া করছে। বৈশাখ আসতে না আসতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে জেলার সর্বত্র।
ব্যাতিক্রমী উদ্যোগ নিয়ে তাদের পাশে দাড়িয়েছেন সাবেক পররাষ্টমন্ত্রী আবদুস সামাদ আজাদ পুত্র আজিজুস সামাদ আজাদ ডন।
মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, অনেকেই তো আবদুস সামাদ আজাদের জন্য কিছু করতে চান। তাঁর ১২ তম মৃত্যুবার্ষিকী আগামী ২৭ এপ্রিল। এইদিনে তো আমার জানামতে অনেকেই শিরণী করেন, মিলাদ পড়ান। এবার এই মৃত্যুবার্ষিকীতে আমাদের উদ্যোগ হোক বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। আগামী শনিবারের মাঝে আমাকে জানান আপনার ইউনিয়নে আপনি এবারের ২৭ এপ্রিল উপলক্ষে কত কেজি চাল যোগাড় করতে পারবেন। টাকা খুব বড় বিষয় নয়, উদ্যোগ নিন, দেখবেন হয়ে যাবে। আমি নিজে উপস্থিত থাকবো আপনাদের এই মহৎ উদ্যোগে। উপরওয়ালা সকলের মঙ্গল করুন, আবদুস সামাদ আজাদের আতœার মাগিফিরাত কামনা করছি।
ফেসবুক স্ট্যাটাস দেয়ার সাথে সাথে দেশ বিদেশের অনেকেই সাড়া দিয়েছেন। কেউ চাল আবার কেউ নগদ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
তিনি জানান, আগামী সপ্তাহেই তিনি অন্তত জগন্নাথপুরে নিজের ইউনিয়ন থেকে কাজটি শুরু করবেন। বিজ্ঞপ্তি


























