সুনামগঞ্জে আলোচিত জমিয়ত নেতা মুশতাক হত্যায় আব্দুল হাফিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
- Update Time : ০২:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জে আলোচিত জমিয়ত নেতা মুশতাক গাজীনগরী হত্যাকান্ডে এজহারভুক্ত আসামি মাওঃ আব্দুল হাফিজের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালত আব্দুল হাফিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে আদালত এলাকায় খুনীদের ফাঁসির দাবিতে আদালত চত্তরে হাজার হাজার জনতা বিক্ষোভ করেছে। এসময় জেলা জমিয়তের নেতৃত্বে বিক্ষুদ্ধ জনতা মিছিল করে ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

জমিয়তের কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী। উপস্থিত ছিলেন, জেলা জমিয়ত নেতা মাওলানা রুকন উদ্দীন, মাওলানা আব্দুর রকিব, মাওলানা তাহির আহমদ, মুফতি বদরুল আলম, মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আরশাদ নোমান, যুবনেতা ত্বোহা হোসাইন প্রমুখ।

























