সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা সালাহ উদ্দীন মাহমুদ বলেছেন,অকাল বন্যা ও পাহাড়ী ঢলে বোরো ফসল তলিয়ে ভাটি এলাকার কৃষকদের স্বপ্ন আজ পানির নিচে।কৃষক পরিবারে আহাজারিতে হাওর এলাকার আকাশ বাতাস ভারি হচ্ছে। তাদের জীবন যাত্রা আজ সংকটাপন্ন হয়ে পড়েছে। দুমুঠো ভাত ও পরিবার পরিজনের ভরন পোষন,ছেলেমেয়ের লেখা পড়ার খরচ চালানোর চিন্তায় তারা দিশেহারা। বিকল্প কাজের সন্ধানে হাওরপাড়ের কৃষকরা দিগবিদিগ ছুটাছুটি করছে। এই সংকটময় মুহুর্তে যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাড়ানো সকলের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি জনকল্যানমুলক সংগঠন হিসেবে সব সময় দেশের অসহায়দের পাশে দাড়ায়। তারই অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ছাত্রশিবির নগদ অর্থ সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে। তিনি সুনামগঞ্জ জেলাসহ বন্যা কবলিত ভাটি এলাকাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষনা করে ও জরুরী ভিত্তিতে ত্রান সহায়তা বৃদ্ধির জন্য সরকারের প্রতি দাবী জানান।
তিনি বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে শহরের একটি মিলনায়তনে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ অর্থ প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সুনামগঞ্জ জেলা সভাপতি হাফিজ জাকির হোসাইনের সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক জেলা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, জেলা সেক্রেটারী হাবিবুর রহমান, দপ্তর ও সাহিত্য সম্পাদক জুবায়ের আহমদ জুয়েল,এইচ আরডি সম্পাদক আশরাফ উদ্দীন, আইনবিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন, প্রকাশনা সম্পাদক আব্দুল তাহিদ, কলেজ ও স্কুল কার্যক্রম সম্পাদক এম এ হোসাইন সহ বিভিন্ন উপজেলার সভাপতি সেক্রেটারীবৃন্দ।
০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ছাত্রশিবিরের নগদ অর্থ প্রদান
- Update Time : ১০:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে




























