সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানী মামলায় ভিডিও ফুটেজ তলব
- Update Time : ১১:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: বিমানবন্দরে যাত্রী হয়রানী মামলায় ভিডিও ফুটেজ তলব, স্টেশন ম্যানাজারসহ আসামীদের হাজির হওয়ার নির্দেশ।
সিলেট জেলা বারের জৈষ্ট আইনজীবী সিলেট ল কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদের জনস্বার্থে প্রবাসী যাত্রীদের হয়রানীর মামলায় আদালত বিগত ০২-০২-২০১৭ ইং তারিখে এয়ারপোর্ট থানার ওসিকে বিগত ১৭-০১-২০১৭ থেকে ২১-০১-২০১৭ ইং তারিখের সিসি ফুটেজ সংরক্ষণ ও আদালতে সিডি আকারে জমাদেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন সংশ্লিষ্ট আদালত।
উল্লেখ্য যে, প্রবাসীরা দীর্ঘদিন ধরে সিলেট এয়ারপোর্টে হচ্ছেন হয়রানীর স্বীকার হারাচ্ছেন সহায় সম্ভল।
উল্লেখ্য যে গত ১৯ জানুয়ারি ২০১৭ ইং সকাল ১১টায় সৈয়দ মহসিন আহমদ এডভোকেট তার লন্ডন প্রভাসি ৩ জন আত্বিয়কে সিলেট বিমানবন্দর তেকে কানেকটিং ঢাকা হয়ে লন্ডন উদ্দেশে বিধায় করতে রওয়ানা হলে বিমানন্দেরর লাগেজ কাউন্টারে বেশি ওজন বলে কেজি প্রতি ২৫০০ টাকা দাবি করে প্রথমে ৫০ হাজার পরবর্তীতে ৭৫ হাজার টাকা প্রতারণা করে নিয়ে ২৪০০ টাকার রশিদ প্রদান করে ।
উক্ত অভিযোগে দঃবিঃ ৪০৬,৪২০,৫০৬ মামলা দায়ের করিলে পর আদালত মামলাটি আমলে গ্রহন করেন।


























