সিলেট ওসমানী বিমানবন্দের ম্যানাজারসহ ৪ জনের বিরুদ্ধে এডঃ সৈয়দ মহসিন আহমদের মামলা
- Update Time : ১২:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সাঈদ অাহমদ :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এর স্টেশন ম্যানাজার ওমর হায়াত সহ ৪জন কে আসামী করে এডভোকেট সৈয়দ মহসিন আহমদের মামলা ।
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী সৈয়দ মহসিন আহমদ নিজে বাদী হয়ে জনস্বার্থে এই মামলা সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরুর আদালতে দায়ের করেছেন ।
উল্লেখ্য যে গত ১৯ জানুয়ারি ২০১৭ ইং সকাল ১১.০০ ঘটিকায় সৈয়দ মহসিন আহমদ এডভোকেট তার লন্ডন প্রভাসি ৩ জন আত্বিয়কে সিলেট বিমানবন্দর তেকে কানেকটিং ঢাকা হয়ে লন্ডন উদ্দেশে বিধায় করতে রওয়ানা হলে বিমানন্দেরর লাগেজ কাউন্টারে বেশি ওজন বলে কেজি প্রতি ২৫০০ টাকা দাবি করে প্রথমে ৫০ হাজার
পরবর্তীতে ৭৫ হাজার টাকা প্রতারণা করে নিয়ে ২৪০০ টাকার রশিদ প্রদান করে এতে প্রতিবাদ করলে অবৈধ পণ্য আছে বলে ফাসিয়ে দিবে বলে হুমকি দেয় এবং প্রাণনাশের জন্য হুমকিও দেয় বলে মামলায় উল্লেখ আছে ।
মামলার আসামীরা হলেন, ১-আব্দুল আজিজ, লাগেজ সুপারভাইজার, ২- ওমর হায়াত, স্টেশন ম্যানাজার, ৩- বেলায়াত হুসেন, সিটি এস বি, ৪-হেদায়াত উল্লাহ , লাগেজ ইনচাজর্।
উপস্তিত আইনজীবীবৃন্দ এ কে এম শমিউল আলম এডভোকেট, শাহ আশরাফুল ইসলাম, মোতাহির আলী, আব্দুল গাফফার, আজমল আলী, অনুজ রায়, সৈয়দ মাসুদ হাসানসহ ৪০ জনের অধিক আইনজীবী । আদালত মামলাটি আমলে নিয়ে সমন ইস্যু করেন ।




























