বাংলাদেশজামায়াতেইসলামী: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সিলেট বিভাগে সবার আগে জামায়াতেই তাদের প্রার্থী ঘোষণা করে। সিলেট মহানগর জামায়াতের অফিসে আয়োজিত এক সভায় সিলেটের ৬, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজারের ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।
সিলেট-১ আসনে প্রার্থী করা হয়েছে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে, সিলেট-২ আসনে অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট-৫ আসনে জেলা নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী করা হয়।
সুনামগঞ্জ-১ আসনে জেলা আমির তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ আসনে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৩ আসনে সিলেটের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ আসনে মুহাম্মদ শামসউদ্দীন ও সুনামগঞ্জ-৫ আসনে আব্দুস সালাম আল মাদানীকে প্রার্থী করা হয়।
হবিগঞ্জ-১ আসনে মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী, হবিগঞ্জ-৩ আসনে জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪ আসনে জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমানের নাম ঘোষণা করা হয়।
মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ আসনে সাবেক জেলা আমির আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪ আসনে আব্দুর রবকে প্রার্থী নির্বাচিত করা হয়।
খেলাফত মজলিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় সিলেট নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।
সিলেট- ১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান , সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে দলটির কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলা খেলাফতের উপদেষ্টা মুফতী আবুল হাসান, সিলেট- ৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফতের সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে খেলাফতের দেয়ালঘড়ি প্রতিকের প্রার্থী সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলা খেলাফতের সিনিয়র সহ সভাপতি সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহ সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির খেলাফতের প্রার্থী হিসাবে দেয়ালঘড়ি প্রতিকে লড়বেন।
মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনীত হয়েছেন কাতার শাখা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে আমীরে মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলা খেলাফতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে দলীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের খেলাফত মজলিসের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন।




























