০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাত শব্দের অর্থ নামাজ।আবার রাসুলুল্লাহ সঃ এর উপর দরুশ পেশ করাও সালাত : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০৫:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সালাত শব্দের অর্থ নামাজ।আবার রাসুলুল্লাহ সঃ এর উপর দরুশ পেশ করাও সালাত। নামাজী ব্যক্তিকে মুসাল্লী বলা হয়।কিন্তু দরুদ পাঠকারীকে মুসাল্লী বলা হয়না।
আল্লাহর সন্তষ্টির জন্য সকল নেক প্রচেষ্টাই শাব্দিক জেহাদ।কিন্তু সকল প্রচেষ্টাকারী মুজাহিদ নয়।আল্লাহর রাস্তায় কুফরী শক্তির বিরুদ্ধে ক্বেতালে অংশ নেয়া মুসলমানই মুজাহিদ।
আলহামদুলিল্লাহ, আমি মাদরাসায় শিক্ষকতা করে তা’লিমি জেহাদ করে চলেছি। আমি জেহাদ করছি সত্যি কিন্তু মুজাহিদ নয়, একজন মুদাররিস। তাযকিয়ার জন্য সুলুকের জেহাদ যারা করছেন, তারা সালিক বা যাহিদ।মুজাহিদ নয়।
আল্লাহ আমাদের বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে রক্ষা করুন। মধ্যমপন্থী হওয়ার তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।



























