০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি কোথায়? : বেলাল আহমদ
- Update Time : ০৮:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ আগস্ট ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছুটছে পবন- দুলছে শাখী,
ঘড়ির কাঁটা- বিরামহীন।
মানুষ খুঁজে- অট্টালিকা,
টাকার পিছু- দৌড়ছে খুব,
খুনেরা সব- পাগল পরা
ছিনিয়ে নিবে- প্রাণটি কার!
বিত্তশালী- অহমিকায়
কেউবা খুশি- বিলিয়ে ধন।
বাহুবলে- শক্ত যারা,
যখন তখন- নির্যাতন।
অফিসের বস- গন্ধ শুকে
ঘুষের টাকা- নেবে চুষে!
লাল কলমের- আচড় ফেলে
নয়তো হবে- বাতিল সব।
আছে যাদের- গুলায় ধন
রক্ষক করছে- ভক্ষণ,
দিনমজুর এর- মূল্যায়ন
সদায় হচ্ছে- হরন।
নিত্যদ্রব্যের- বাড়ছে দাম
খরায় পুড়ে- মাঠের ধান,
ভালোবাসার- গরম হওয়া
হৃদয় জ্বলে- হল ছাই।
চরম বিষাদ- সামাল দিতে
আসেনি’কো- কেউবা ছুটে,
খোদার সাথে- প্রেমে মজ
শান্ত হবে- এ জাহান।
কবি: গ্রাম তেঘরীয়া, সৈয়দপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ- মোবাঃ +880 1712-453940




























