শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মমতাজ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত
- Update Time : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":78360,"total_drawing_time":633,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":9},"photos_added":2}
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ উপজেলার দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির টানা ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে, নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর উপস্থিতিতে ৮ জন সদস্যের সর্বসম্মতিক্রমে সিলেকশনে শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজকে আগামী ২ বছরের জন্য দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১০ তারিখে এডহক কমিটির সভাপতি হিসেবে কাজী মমতাজকে নির্বাচিত করা হয়। এ নিয়ে টানা ২য় বারের মতো দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. শহীদুল ইসলাম জানান, মাদ্রাসার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শিক্ষার মান উন্নয়নে নব গঠিত কমিটির সভাপতির নেতৃত্বে আমরা কাজ করতে চাই। আমরা শিক্ষায় উপজেলার মধ্যে উনার দিকনির্দেশনায় ভালো অবস্থানে যেতে চাই। আমি আশা করি এই পরিচালনা কমিটির মাধ্যমে মাদ্রাসার উন্নয়ন ও লেখা পড়ার মান উন্নয়ন হবে। এ ব্যাপারে নব নির্বাচিত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ জানান, আমি মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আমাকে সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করায়। আমি প্রতিনিয়তই চেষ্টা করবো এই মাদ্রাসার লেখা পড়ার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে নিজের মেধা ও শ্রম দিয়ে যেতে। আমি বিশ্বাস করি, এলাকাবাসী সহ সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই মাদ্রাসার লেখা পড়ার মান উন্নয়ন করতে পারবো। এ ব্যাপারে উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী জানান, সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সিলেকশন দামোধরতপী মাহমুদপুর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। সকাল থেকে আমরা নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। পরে সবার সম্মতিতে কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজকে সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, দামোধরতপী মাহমুদপুর মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেল। বর্তমানে তিনি জয়কলস ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার পাশাপাশি তিনি সুনামগঞ্জ জেলা কাজী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক, শান্তিগিঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন।






















