০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Update Time : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

কাজী জমিরুল ইসলাম মমতাজ :: সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলার ন্যায় শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ন্যায় শান্তিগঞ্জ উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল-১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ নাম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২টি কেন্দ্রে ৪র্থ শ্রেণীতে মোট পরীক্ষার্থী ২ হাজার ৫ শত ২০ জন এবং ৫ম শ্রেণীতে ২ হাজার ২ শত ৩৫ জন অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪র্থ শ্রেণীতে অনুপস্থিত ছিল ১ শত ২১ জন এবং ৫ম শ্রেণীতে অনুপস্থিত ছিল ৬৬ জন শিক্ষার্থী।
শান্তিগঞ্জের রথপাড়া প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াছ মিয়া। এসময় সাথে ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম খাঁন, শান্তিগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) ইরফানুর রহমান সহ শিক্ষক ও গণমাধ্যকর্মীরা।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াছ মিয়া শান্তিগঞ্জের রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে বলেন, সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠিতব্য পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি, শিক্ষার্থীদের অভিবাবকের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন শিক্ষকদের মাঝে শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা বেড়ে গেছে এবং শিক্ষার্থীদের শিক্ষা দানে মনোযোগী হয়েছেন। পাশপাশি শিক্ষার্থীরাও নিয়মিত লেখাপড়ায় মনোযোগী হয়েছে। আমরা চাই আমাদের সন্তানরা বিদ্যালয় ও পড়া লেখামুখী হয়। আমি বিশ্বাস করি যে, আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে গোড়া থেকে প্রাথমিক বিদ্যালয় থেকেই পরিবর্তন করতে হবে। এই কারণে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষার আয়োজন করেছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Update Time : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

কাজী জমিরুল ইসলাম মমতাজ :: সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলার ন্যায় শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ন্যায় শান্তিগঞ্জ উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল-১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ নাম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২টি কেন্দ্রে ৪র্থ শ্রেণীতে মোট পরীক্ষার্থী ২ হাজার ৫ শত ২০ জন এবং ৫ম শ্রেণীতে ২ হাজার ২ শত ৩৫ জন অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪র্থ শ্রেণীতে অনুপস্থিত ছিল ১ শত ২১ জন এবং ৫ম শ্রেণীতে অনুপস্থিত ছিল ৬৬ জন শিক্ষার্থী।
শান্তিগঞ্জের রথপাড়া প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াছ মিয়া। এসময় সাথে ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম খাঁন, শান্তিগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) ইরফানুর রহমান সহ শিক্ষক ও গণমাধ্যকর্মীরা।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াছ মিয়া শান্তিগঞ্জের রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে বলেন, সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠিতব্য পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি, শিক্ষার্থীদের অভিবাবকের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন শিক্ষকদের মাঝে শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা বেড়ে গেছে এবং শিক্ষার্থীদের শিক্ষা দানে মনোযোগী হয়েছেন। পাশপাশি শিক্ষার্থীরাও নিয়মিত লেখাপড়ায় মনোযোগী হয়েছে। আমরা চাই আমাদের সন্তানরা বিদ্যালয় ও পড়া লেখামুখী হয়। আমি বিশ্বাস করি যে, আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে গোড়া থেকে প্রাথমিক বিদ্যালয় থেকেই পরিবর্তন করতে হবে। এই কারণে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষার আয়োজন করেছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ