শান্তিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
- Update Time : ০২:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। বৃহস্পতিবার বিকাল ৩ টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াস আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, সদস্য আলাল হোসেন, কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, মামুন আহমেদ, সোলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমেদ সহ প্রমূখ।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান উপজেলার সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডে প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণ ও সহযোগিতা চান। তিনি বলেন, আমাদের সবাইকেই শান্তিগঞ্জ উপজেলাকে মনে প্রাণে ধারণ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই শান্তিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।























