০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন স্থগিতের রায় ছাত্রসমাজকে স্তম্ভিত করেছে- ছাত্র মজলিস

  • Update Time : ১০:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
  • / ২১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ২০ জানুয়ারি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে প্রার্থীরা দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। কিন্তু ১৯ জানুয়ারি  হাইকোর্টে দায়েরকৃত একটি রিটের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেন, যা ছাত্রসমাজকে গভীরভাবে হতাশ ও স্তম্ভিত করেছে।

এই অনভিপ্রেত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী এবং সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির বলেন—
ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হওয়া শিক্ষার্থীদের একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার। শাবি ক্যাম্পাসে শাকসু নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

নেতৃদ্বয় আরও বলেন, জাতীয় নির্বাচনের কারণে নির্বাচন কমিশন সাময়িকভাবে দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করলেও ক্যাম্পাস প্রশাসন ও শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন পুনরায় শাকসু নির্বাচনের অনুমতি প্রদান করে। সেই বৈধ অনুমতির পরও আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়েছে, যা স্পষ্টভাবে জুলাই আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক।

নেতৃবৃন্দ বলেন, শাকসু নির্বাচন স্থগিতের এই রায়ের মাধ্যমে আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষকে যথাযথ শুনানির সুযোগ না দেওয়া একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।

বিবৃতির শেষাংশে নেতৃদ্বয় এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং ছাত্র সমাজের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে বিশেষ বেঞ্চ বা বিশেষ আদালতের মাধ্যমে রায় পুনর্মূল্যায়ন করে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামীকালই শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি প্রদানের জন্য বিজ্ঞ আদালতের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শাকসু নির্বাচন স্থগিতের রায় ছাত্রসমাজকে স্তম্ভিত করেছে- ছাত্র মজলিস

Update Time : ১০:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

ডেস্ক রিপোর্ট :: ২০ জানুয়ারি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে প্রার্থীরা দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। কিন্তু ১৯ জানুয়ারি  হাইকোর্টে দায়েরকৃত একটি রিটের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেন, যা ছাত্রসমাজকে গভীরভাবে হতাশ ও স্তম্ভিত করেছে।

এই অনভিপ্রেত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী এবং সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির বলেন—
ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হওয়া শিক্ষার্থীদের একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার। শাবি ক্যাম্পাসে শাকসু নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

নেতৃদ্বয় আরও বলেন, জাতীয় নির্বাচনের কারণে নির্বাচন কমিশন সাময়িকভাবে দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করলেও ক্যাম্পাস প্রশাসন ও শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন পুনরায় শাকসু নির্বাচনের অনুমতি প্রদান করে। সেই বৈধ অনুমতির পরও আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়েছে, যা স্পষ্টভাবে জুলাই আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক।

নেতৃবৃন্দ বলেন, শাকসু নির্বাচন স্থগিতের এই রায়ের মাধ্যমে আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষকে যথাযথ শুনানির সুযোগ না দেওয়া একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।

বিবৃতির শেষাংশে নেতৃদ্বয় এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং ছাত্র সমাজের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে বিশেষ বেঞ্চ বা বিশেষ আদালতের মাধ্যমে রায় পুনর্মূল্যায়ন করে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামীকালই শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি প্রদানের জন্য বিজ্ঞ আদালতের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ