শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত
- Update Time : ০৮:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই পৌর শহরে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে শহরের গুরুত্বপূর্ণ থানা রোড ও কলেজ রোড এলাকার ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সনজীব সরকারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে শনিবার দুপুরে যৌথ অভিযানে নামে উপজেলা প্রশাসন ও দিরাই পৌরসভা। এ সময় অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার পাশাপাশি ফুটপাতের দোকানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পৌরসভার গাড়িতে সরিয়ে নেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সনজীব সরকার বলেন, অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের কারণে থানা রোড ও কলেজ রোডে যানবাহন ও মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছিল। শহরকে তার আগের রূপে ফিরিয়ে আনতে এবং নাগরিকদের ভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।























