০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লন্ড‌নে বিজয় দিবস পালিত

  • Update Time : ০২:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: লন্ড‌নে বিজয় দিব‌সের প্রথম প্রহ‌রে পুষ্পস্তবক অর্পন ক‌রে‌ছেন বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক ও সামা‌জিক সংগঠন।

সোমবার (১৬ ডি‌সেম্বর) রাত বারটা এক মি‌নিটে প্রচন্ড বৃ‌ষ্টি ও তীব্র শীত উপেক্ষা ক‌রে বিজয় দিব‌সের প্রথম প্রহ‌রে যুক্তরাজ্য আওয়‌ামীলীগের ভারপ্রাপ্ত সভাপ‌তি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারু‌কের নেতৃ‌ত্বে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও সহ‌যোগী সংগঠন পুষ্পস্তবক অর্পন ক‌রে।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহ‌মেদের নেতৃ‌ত্বে যুক্তরাজ্য বিএন‌পি ও বি‌ভিন্ন সহযোগী সংগঠন একে একে শ্রদ্ধার্ঘ অর্পন ক‌রেন। এরপর ইউকে-বাংলা প্রেসক্লা‌ব শ্রদ্ধার্ঘ অর্পন ক‌রে।

কন্ঠশিল্পী মাহবুবুর রহমান শিবলুর সা‌থে সম‌বেত ক‌ন্ঠে জাতীয় সংগীত প‌রি‌বেশ‌নের মধ্য দি‌য়ে পুষ্পস্তবক অর্পনে উপ‌স্থিত ছি‌লেন প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরী, ট্রেজারার সাইদুল ইসলাম, ফখরুল ইসলাম খছরু, প্রবীন সাংবা‌দিক খান জামাল নুরুল ইসলাম, আফসার উদ্দীন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

লন্ড‌নে বিজয় দিবস পালিত

Update Time : ০২:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯

জগন্নাথপুর পত্রিকা :: লন্ড‌নে বিজয় দিব‌সের প্রথম প্রহ‌রে পুষ্পস্তবক অর্পন ক‌রে‌ছেন বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক ও সামা‌জিক সংগঠন।

সোমবার (১৬ ডি‌সেম্বর) রাত বারটা এক মি‌নিটে প্রচন্ড বৃ‌ষ্টি ও তীব্র শীত উপেক্ষা ক‌রে বিজয় দিব‌সের প্রথম প্রহ‌রে যুক্তরাজ্য আওয়‌ামীলীগের ভারপ্রাপ্ত সভাপ‌তি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারু‌কের নেতৃ‌ত্বে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও সহ‌যোগী সংগঠন পুষ্পস্তবক অর্পন ক‌রে।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহ‌মেদের নেতৃ‌ত্বে যুক্তরাজ্য বিএন‌পি ও বি‌ভিন্ন সহযোগী সংগঠন একে একে শ্রদ্ধার্ঘ অর্পন ক‌রেন। এরপর ইউকে-বাংলা প্রেসক্লা‌ব শ্রদ্ধার্ঘ অর্পন ক‌রে।

কন্ঠশিল্পী মাহবুবুর রহমান শিবলুর সা‌থে সম‌বেত ক‌ন্ঠে জাতীয় সংগীত প‌রি‌বেশ‌নের মধ্য দি‌য়ে পুষ্পস্তবক অর্পনে উপ‌স্থিত ছি‌লেন প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরী, ট্রেজারার সাইদুল ইসলাম, ফখরুল ইসলাম খছরু, প্রবীন সাংবা‌দিক খান জামাল নুরুল ইসলাম, আফসার উদ্দীন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ