০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোজা রাখা- শা’বান মাসের বিশেষ আমল : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৮:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

আপনি জানেন কী? দৈনিক, সাপ্তাহিক ও বার্ষিক হিসেবে আপনার আমলের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে। আপনি যে আমলে থাকবেন সেভাবেই ফেরেশতাগণ হাল রিপোর্ট উপস্থাপন করেন।

১-দৈনিক দু’বার আপনার আমল আল্লাহর কাছে উপস্থাপিত হয়।সকাল ও সন্ধায়, এসময় ফেরেশতাদের ডিউটি বদল হয়। তাই এদুলগ্নে সকাল-সন্ধার আযকার ও তাসবিহে মাশগুল থাকা উচিত। (বুখারী, মুসলিম)।

২- সাপ্তাহিক সোম ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আপনার রিপোর্ট যায়, রোযাদার অবস্থার রিপোর্ট যাওয়ার উদ্দেশ্যে প্রিয় নবী (সঃ) সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন, (মুসলিম, তিরমিজি)
আসুন, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখায় সচেষ্ট হই।

৩-বার্ষিক রিপোর্ট শাবান মাসে আল্লাহর কাছে উপস্থাপিত হয়, এজন্য প্রিয় নবী (সঃ) শাবান মাসে অন্য মাসের তুলনায় অধিক রোজা রাখতেন। যাতে বার্ষিক রিপোর্ট আল্লাহর কাছে রোযাদার অবস্থায় যায়। (হাদিস সহিহ, মুসনাদে আহমাদ)। আসুন, শাবান মাসে ও আমরা অধিক হারে রোজা রাখার চেষ্টা করি। তবে শাবানের প্রথম পক্ষেই রোজা রাখা উত্তম। হে আল্লাহ, আমাদের আমল করার তাওফিক দান কর। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রোজা রাখা- শা’বান মাসের বিশেষ আমল : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৮:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২

আপনি জানেন কী? দৈনিক, সাপ্তাহিক ও বার্ষিক হিসেবে আপনার আমলের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে। আপনি যে আমলে থাকবেন সেভাবেই ফেরেশতাগণ হাল রিপোর্ট উপস্থাপন করেন।

১-দৈনিক দু’বার আপনার আমল আল্লাহর কাছে উপস্থাপিত হয়।সকাল ও সন্ধায়, এসময় ফেরেশতাদের ডিউটি বদল হয়। তাই এদুলগ্নে সকাল-সন্ধার আযকার ও তাসবিহে মাশগুল থাকা উচিত। (বুখারী, মুসলিম)।

২- সাপ্তাহিক সোম ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আপনার রিপোর্ট যায়, রোযাদার অবস্থার রিপোর্ট যাওয়ার উদ্দেশ্যে প্রিয় নবী (সঃ) সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন, (মুসলিম, তিরমিজি)
আসুন, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখায় সচেষ্ট হই।

৩-বার্ষিক রিপোর্ট শাবান মাসে আল্লাহর কাছে উপস্থাপিত হয়, এজন্য প্রিয় নবী (সঃ) শাবান মাসে অন্য মাসের তুলনায় অধিক রোজা রাখতেন। যাতে বার্ষিক রিপোর্ট আল্লাহর কাছে রোযাদার অবস্থায় যায়। (হাদিস সহিহ, মুসনাদে আহমাদ)। আসুন, শাবান মাসে ও আমরা অধিক হারে রোজা রাখার চেষ্টা করি। তবে শাবানের প্রথম পক্ষেই রোজা রাখা উত্তম। হে আল্লাহ, আমাদের আমল করার তাওফিক দান কর। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ