০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাসুলুল্লাহ (সঃ) মেরাজ রজনীতে আল্লাহকে দেখেছেন কী? : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৩:৩৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

এক দশক পূর্বের কথা। পত্রিকায় নিয়মিত কলাম লেখতে হত। মেরাজ বিষয়ক এক প্রবন্ধে উল্লেখ করেছিলাম, “রাসুলুল্লাহ (সঃ) আল্লাহর দর্শন লাভে ধন্য হলেন”। লেখাটি দেখে একজন মদিনা ইউনিভার্সিটি ফারেগ শ্রদ্ধেয় শায়েখ ফোন করলেন, যিনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। জিজ্ঞাসা করলেন, মেরাজ রজনীতে রাসুলুল্লাহ (সঃ) আল্লার দর্শন লাভে ধন্য হলেন কিভাবে?বুখারীর সাহীহ হাদীসে হযরত আয়েশা রাঃ থেকে বর্নিত, তিনি বলেন, যে বলবে, রাসুলুল্লাহ (সঃ) আল্লাহকে দেখেছেন, সে মিথ্যা বলল। জ্বি, শায়েখ! মুসলিম শরীফের বিশুদ্ধ হাদীস, হযরত ইবনে আব্বাস রাঃ বলেছেন, মেরাজ সফরে রাসুলুল্লাহ (সঃ) আল্লাহকে দেখেছেন।

 

শায়েখ=কোন চক্ষু তো আল্লাহকে দেখতে সক্ষম নয়?لا تدركه الابصار

জান্নাতে কি মুমিনগণ আল্লাহর দর্শন লাভ করবেনা?

শায়েখ=অবশ্যই, তাতো জান্নাতে। দুনিয়ায় নয়।

আমি ও দুনিয়ায় বলছিনা, রাসুলুল্লাহ (সঃ) আরশে আজীমে দর্শন লাভে ধন্য হয়েছেন। একথা বলছি।

শায়েখ=তা হলেতো তোমাকে মানতে হবে, আল্লাহ আরশে আছেন?

আল্লাহ শুধু আরশে আছেন, কিভাবে মানি? হযরত মুসা (আঃ) তো তুর পাহাড়ে আল্লার দর্শন লাভ করলেন?

শায়েখ=অবশ্যই গভীর চিন্তার বিষয়। একথা বলে ফোন কেটে দিলেন।

যে কোন মাসলাকের আলেম হলে বিতর্ক করতে ভালো লাগে। খুব পরিতাপের বিষয়, আমাদের দেশে ওলামায়ে দেওবন্দ ছাড়া অন্য মাসলাকে প্রাজ্ঞ আলেমের খুব অভাব!

আল্লাহকে দেখার ব্যাপারে আলেমগণ বাহ্যিক বিপরীতমুখী দুটি হাদীসের সমন্বয় করে বলেন, হযরত আয়েশা (রাঃ) যে কথা বলেছেন, রাসুলুল্লাহ সঃ আল্লাহকে দেখেননি, তা ঠিক। এমর্মে যে আল্লাহকে পুর্নাঙ্গরুপে দেখা সম্ভব নয়। অপরদিকে হযরত ইবনে আব্বাস রাঃ যে বলেছেন, তা ও সঠিক। কেননা মেরাজ রজনীতে প্রিয় নবী (সঃ) আল্লার আংশিক নুরের ঝলক দেখেছেন। পুর্নাঙ্গ নয়।

আল্লাহ আমাদের বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি ব্যতিরেকে দ্বীনের মর্ম অনুধাবনের তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রাসুলুল্লাহ (সঃ) মেরাজ রজনীতে আল্লাহকে দেখেছেন কী? : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৩:৩৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

এক দশক পূর্বের কথা। পত্রিকায় নিয়মিত কলাম লেখতে হত। মেরাজ বিষয়ক এক প্রবন্ধে উল্লেখ করেছিলাম, “রাসুলুল্লাহ (সঃ) আল্লাহর দর্শন লাভে ধন্য হলেন”। লেখাটি দেখে একজন মদিনা ইউনিভার্সিটি ফারেগ শ্রদ্ধেয় শায়েখ ফোন করলেন, যিনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। জিজ্ঞাসা করলেন, মেরাজ রজনীতে রাসুলুল্লাহ (সঃ) আল্লার দর্শন লাভে ধন্য হলেন কিভাবে?বুখারীর সাহীহ হাদীসে হযরত আয়েশা রাঃ থেকে বর্নিত, তিনি বলেন, যে বলবে, রাসুলুল্লাহ (সঃ) আল্লাহকে দেখেছেন, সে মিথ্যা বলল। জ্বি, শায়েখ! মুসলিম শরীফের বিশুদ্ধ হাদীস, হযরত ইবনে আব্বাস রাঃ বলেছেন, মেরাজ সফরে রাসুলুল্লাহ (সঃ) আল্লাহকে দেখেছেন।

 

শায়েখ=কোন চক্ষু তো আল্লাহকে দেখতে সক্ষম নয়?لا تدركه الابصار

জান্নাতে কি মুমিনগণ আল্লাহর দর্শন লাভ করবেনা?

শায়েখ=অবশ্যই, তাতো জান্নাতে। দুনিয়ায় নয়।

আমি ও দুনিয়ায় বলছিনা, রাসুলুল্লাহ (সঃ) আরশে আজীমে দর্শন লাভে ধন্য হয়েছেন। একথা বলছি।

শায়েখ=তা হলেতো তোমাকে মানতে হবে, আল্লাহ আরশে আছেন?

আল্লাহ শুধু আরশে আছেন, কিভাবে মানি? হযরত মুসা (আঃ) তো তুর পাহাড়ে আল্লার দর্শন লাভ করলেন?

শায়েখ=অবশ্যই গভীর চিন্তার বিষয়। একথা বলে ফোন কেটে দিলেন।

যে কোন মাসলাকের আলেম হলে বিতর্ক করতে ভালো লাগে। খুব পরিতাপের বিষয়, আমাদের দেশে ওলামায়ে দেওবন্দ ছাড়া অন্য মাসলাকে প্রাজ্ঞ আলেমের খুব অভাব!

আল্লাহকে দেখার ব্যাপারে আলেমগণ বাহ্যিক বিপরীতমুখী দুটি হাদীসের সমন্বয় করে বলেন, হযরত আয়েশা (রাঃ) যে কথা বলেছেন, রাসুলুল্লাহ সঃ আল্লাহকে দেখেননি, তা ঠিক। এমর্মে যে আল্লাহকে পুর্নাঙ্গরুপে দেখা সম্ভব নয়। অপরদিকে হযরত ইবনে আব্বাস রাঃ যে বলেছেন, তা ও সঠিক। কেননা মেরাজ রজনীতে প্রিয় নবী (সঃ) আল্লার আংশিক নুরের ঝলক দেখেছেন। পুর্নাঙ্গ নয়।

আল্লাহ আমাদের বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি ব্যতিরেকে দ্বীনের মর্ম অনুধাবনের তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ