যে কারণে রাসুলুল্লাহ’র (সঃ) নির্দিষ্ট জন্মদিনের বর্ননা কোন হাদিসে নেই? : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০৭:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
প্রিয় নবী (সঃ) এর গুনবাচক নামগুলোর মধ্যে দুটি নাম মুজতাবা ও মুস্তাফা। শাব্দিক অর্থ যাকে চয়ন বা বাছাই করা হয়েছে। প্রিয় নবী (সঃ) সব দিক দিয়েই আল্লাহ তা’লা কর্তৃক বাছাইকৃত।
★রাসুলুল্লাহ (সঃ) এর নাম পৃথিবীর ইতিহাসে সেরা নাম “মুহাম্মাদ”। অর্থ প্রশংসীত।
★রাসুলুল্লাহ সঃ এর বংশ কুরায়েশ। পৃথিবীর সেরা খান্দান।
★রাসুলুল্লাহ সঃ এর পিতা আব্দুল্লাহ। তাকে ও রাসুলের অন্যান্য চাচাদের মধ্য হতে বাছাই করা হয়েছে। আব্দুল্লাহ অর্থ আল্লাহর দাস। আল্লাহর নবী (সঃ) আল্লাহর দাসের ঘরেই জন্ম নেয়া যথাযথ।
★প্রিয় নবীর মাতা হযরত আমীনা।এর অর্থ আমানত রক্ষাকারীনী। নবুওতের আমানত রক্ষাকারী নবী (সঃ) এর মাতা হিসেবে আমিনাকে চয়ন করা হয়েছে।
★রাসুলুল্লাহ সঃ এর দুধমাতা হযরত হালীমা। শাব্দিক অর্থ ধৈর্যশীল মহিলা। তিনি ও মনোনীত।
★প্রিয় নবী সঃ মক্কায় জন্মগ্রহণ করেছেন। সারা পৃথিবীর মধ্যে রাসুলুল্লাহ (সঃ) এর জন্মস্থান হিসাবে মক্কাকে বাছাই করা হয়েছে, যেহেতু মক্কা দুনিয়ার শ্রেষ্ঠ ভুমি।
★প্রিয় নবীর (সঃ) উপর ওহি নিয়ে আগমনকারী ফেরেশতা হযরত জিব্রাইলকে ও চয়ন করা হয়েছে। যিনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ।
★প্রিয় নবীর পর উম্মতের মধ্যে হযরত আবুবাকার রাঃ সেরা ব্যক্তিত্ব। তাকে রাসুলুল্লাহ এর সাথী হিসেবে চয়ন করা
হয়েছে।
রাসুলুল্লাহ(সঃ) যে দিনে জন্ম গ্রহণ করেছেন,তা অবশ্যই আল্লাহর পক্ষ হতে বাছাইকৃত।কিন্তু রাসুলুল্লাহ (সঃ) এর জন্য বাছাইকৃত অন্যান্য বিষয়ের মত এটি সুস্পষ্ট নয় কেন?
রাসুলুল্লাহ (সঃ) ও কোন হাদিসে নিজের জন্মদিনটির তারিখ বর্ননা করেননি। এ সংক্রান্ত কোন একটা দুর্বল হাদীস ও পাওয়া যায়না। যারা ১২ রবিউল আউয়াল নবীজির জন্মদিন পালন করেন, এবিষয়ে যে মতভেদ আছে একথা তারা ও মানতে বাধ্য। এটাই বাস্তবতা। এত গুরুত্বপূর্ণ দিন শরীয়তে লুকিয়ে রাখার কারণই হচ্ছে, মুসলমান যাতে খৃষ্টানদের মত
নবীর (সঃ) জন্মদিনকে উৎসবের দিন না বানায়। প্রিয় নবী (সঃ) জন্মদিন উল্লেখ না করে জন্মবার সোমবারে রোজা রেখে উম্মাহকে এ ম্যাসেজ দিয়েছেন, আমার জন্মের স্মরণ
রোজা দ্ধারা হবে, কখনো উৎসব হতে পারেনা। আল্লাহ সকল মুসলমানদের সহীহ বুঝ দান করুন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।




























