যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- Update Time : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১ টার দিকে সিলেট নগরীর লন্ডনী রোড এলাকায় ১৭৯/৩ নম্বর বাসা থেকে।
নিহত যুবতী হচ্ছেন রুজিনা আক্তার রুজি (৩৮)। তিনি ওই বাসার বাসিন্দা আলকাছ আলীর স্ত্রী ও কোম্পানীগঞ্জ উপজেলার ফাউয়া ইউনিয়নের ফাউয়া গ্রামের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়ার মেয়ে।
নিহত রুজি’র স্বামী আলকাছ আলী জানান যে, আমি আমার ছোট ছেলেকে সকালে নিয়ে মাদরাসায় যাই। সেখান থেকে আমি নগরীর উপশহর এলাকায় একটি ব্যবসার কাজে যাওয়া পথে রুমের দরজা বন্ধ খবর পাই। সাথে সাথে বাসায় ফিরে দেখি যে রুমের দরজা বন্ধ। তখন বাসাটির দ্বিতীয় তলার অন্য এক ব্যক্তিকে নিয়ে দরজা ভাঙ্গার চেষ্টা করি। তখন দরজার ফাঁক দিয়ে দেখতে পাই রুজিনা আক্তার রুজির দেহ ঝুলানো অবস্থায় আছে। আলকাছ আলী জানান, রুজি মানসিক ভাবে দীর্ঘদিন অসুস্থ ছিল।
এব্যাপারে জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহত রুজি বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় নিহত রুজির মরদেহ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।




























