যুবকদের স্বেচ্ছাশ্রমে ভাঙ্গন কবলিত ২কি:মি: রাস্তা মেরামত শুরু
- Update Time : ১০:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের ছাতকে যুবকদের প্রশংসনীয় উদ্যোগে একটি এলাকার বিপুল সংখ্যক লোক দীর্ঘদিনের দূর্ভোগ থেকে রেহাই পেতে যাচ্ছে। যুবকরা স্বেচ্ছাশ্রমে ২কিলোমিটার মারাত্মক ভাঙ্গন কবলিত একটি পাকা সড়কে মেরামত শুরু করেছে। ফলে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, উপজেলার বুড়াইগাঁওবাজার থেকে আলমপুর-মাঞ্জিহারা পর্যন্ত ২কি.মি. পাকা রাস্তা দীর্ঘদিন থেকে মারাত্মক ভাঙ্গন কবলিত ছিল। এতে স্থানীয় জনগনের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির শেষ ছিল না। এসড়কে চলাচলকারিরা প্রায়ই ছোট-বড় দূর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসি বার বার আবেদন-নিবেদন করেও রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। অবশেষে এলাকার যুবকরা স্বেচ্ছায় রাস্তাটি সংস্কার কাজের উদ্যোগ নেয়। শনিবার থেকে কাজ শুরু করায় তাদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের লোকজন। যুবকরা মাঞ্জিহারা, দাহারগাঁও, তেরাপুর, আলমপুর ও ঘিলাছড়া গ্রাম থেকে ৪০ হাজার টাকা এবং ইউপি চেয়ারম্যান বিলাল আহমদের কাছ থেকে ২৫ হাজারসহ মোট ৬৫হাজার টাকা সহায়তা নিয়ে সংস্কার কাজ শুরু করে। যুবকদের সাথে স্বেচ্ছাশ্রমে অংশ নেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, নুর উদ্দিন, আবদুল ওয়াদুদ ছামী, নিয়ামত আলী, নাজমুল হোসেন, জয়নাল মিয়া, বাউল শিল্পি উদাসী কালা মিয়া, নুরুল আমিন, খছরু মিয়া, আবদুল কাদির, ইউনুফ আলী, সোনাফর আলী, রবিউল হাসান, সিরাজুল, আবুল বশর, হাফেজ শাহজাহান, নুর আহমদ, আবদুল কুদ্দুছ, শাহ আলম, আরিছ আলী, ইসলাম উদ্দিন, আইয়ুব আলী, সালাহ উদ্দিন, আবদুল মুমিন প্রমূখ।




























