যুক্তরাজ্য খেলাফত মজলিসের ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০৫:৩৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
২জুন শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাজ্য খেলাফত মজলিসের ইফতার মাহফিলে উলামায়ে কেরাম, রাজনীতিবিদ, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবন্দ, বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্তর থেকে অবিলম্বে গ্রীক দেবী থেমিসের মুর্তি সরাবার আহবান জানিয়েছেন।
তাঁরা মুফাস্সিরে কুরআন মাওলানা মুশতাকুন্নবীর
অপহরন, পরবর্তিতে গ্রেফতার দেখিয়ে জেলে প্রেরনের তীব্র নিন্দা জানান ও অবিলম্বে নি: শর্ত মুক্তি দানের দাবী জানান।
যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ আলেমে দ্বীন খলিফায়ে শায়খ মামরখানি র: শায়খুল হাদিস হযরত মাওলানা আব্দুল মুসাওয়ির আইওরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী, কবি ও কলামিস্ট অধ্যাপক ফরিদ আহমদ রেজা।
পূর্ব লন্ডনের আলহুদা একাডেমি মিলনায়তনে যক্তরাজ্য খেলাফত মজলিসের সাধারন সম্পাদক এম সদরুজ্জামান খানের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও টিভি প্রেজেন্টার কে এম আবু তাহের চৌধুরী, ভয়েস ফর বাংলাদেশ এর চেয়ারম্যান ব্যরিষ্ঠার নজির আহমদ, সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকে এর মজলিসে কিয়াদত এর প্রধান মাওলানা এ কে মওদুদ হাসান, শিক্ষাবিদ ড: আবুল কালাম আজাদ, প্রবীণ রাজনীতিবিদ ড: এম এ আজিজ, খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ সভাপতি মাওলানা ছাদিকুর রহমান, জমিয়তে উলামার কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, পরিবেশবিদ ড: কামরুল হাসান, আইনজীবি ও গবেষক লিয়াকত সরকার, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারন সম্পাদক মির্জা আসহাব বেগ, বাংলাদেশ সলিডারিটি ফোরামের চেয়ারম্যান আলহাজ নূর বখশ, কবি আবু সুফিয়ান চৌধুরী, লন্ডন ইকরা ইনস্টিটিউট এর ডাইরেক্টর মাওলানা এ এফ কে শাহজাহান, সাংবাদিক আমিনুর রশীদ, কবি ও সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, কমিউনিটি নেতা ইসবাহ উদ্দিন, খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সাধারন সম্পাদক মাওলানা আনিসুর রহমান।
প্রধান অতিথি বলেন, সুপ্রিম কোর্ট চত্তর থেকে অবিলম্বে গ্রিক মুর্তি থেমিসকে সরাতে হবে। প্রধান মন্ত্রী মুর্তি সরাবেন বলে ওয়াদা করলেন জাতির সামনে, দেখলাম তিনি সরালেন, আবার অনতিদূরেই তা কিভাবে প্রতিস্থাপন করা হলো ? অবৈধ ভাবে এই মুর্তি স্থাপন প্রক্রিয়ার সাথে যারা জড়িত জাতির সামনে তাদের নাম প্রকাশ করুন।
তিনি বলেন মন্দিরে মন্ডপে মুর্তি থাকুক তাতে কারো আপত্তি থাকবেনা ; কিন্তু বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান থেকে মুর্তি সরাতে হবে।
বিশেষ অতিথি মোখলেসুর রহমান চৌধুরী বলেন, একদল বাংলাদেশকে পৌত্তলিক ও মুর্তি পুজারী রাষ্ট্র বানাতে চায়। এতে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের আর কোন পার্থক্য থাকেনা। আমাদের সংবিধানে প্রতিষ্ঠিত রাষ্ট্র ধর্ম ইসলাম দেশের সার্বভৌমত্বের কথাই তুলে ধরছে।পৌত্তলিকতাবাদীদের ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ
সার্বভৌমত্ব হারাবে।
অধ্যাপক ফরিদ আহমদ রেজা বলেন, রমজান হচ্ছে আত্মগঠন ও সমাজ গঠনের মাস । সমাজে যে হারে অন্যায় ও অনিয়ম প্রবল হচেছে তাতে রমজানের সিয়াম সাধনা আমাদের মুক্তির পথ হতে পারে।
অান্যান্য বক্তাগণ রমজানের পবিত্রতা ও দেশের গণমানুষের বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সুপ্রিম কোর্ট চত্তর থেকে থেমিস দেবীর মুর্তি সরাবার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাদির সালেহ
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুশতাকুননবীর গ্রেফতারে নিন্দা জানান ও অবিলম্বে তাঁকে নি:শর্ত মুক্তিদানের জন্য সরকারের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি




























