যুক্তরাজ্যে মরহুম আজহার মিয়া ও হাফিজ ফুজায়েল আহমদের রুহের মাগফিরাত কামনায় দুআ মাহফিল
- Update Time : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট শহরের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আবুল ফজল আজহার মিয়া ও হাফেজ মাওলানা সৈয়দ ফুজায়েল আহমদের রুহের মাগফিরাত কামনায় সৈয়দপুর শামসিয়া সমিতি বার্মিংহাম শাখার দুআ মাহফিল অনুষ্ঠিত।
সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুরের কৃতিসন্তান সর্বজন শ্রদ্ধেয়, সিলেট শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবুল ফজল আজহার মিয়া ও ঐতিহ্যবাহী সৈয়দপুর দারুল হাদীস টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা সৈয়দ ফুজায়েল আহমদের রুহের মাগফিরাত কামনায় সৈয়দপুর শামসিয়া সমিতি বার্মিংহাম শাখার উদ্যােগে স্মরণ সভা ও দুআ মাহফিল ৫ জুলাই বার্মিংহামের মিষ্টিদেশে অনুষ্ঠিত হয়।
বার্মিংহামের প্রবীণ মুরুব্বী সৈয়দ ফজলুস সামাদের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা সৈয়দ কফিল আহমদ খসরু ও সৈয়দ মারুফ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা সৈয়দ ইয়াহিয়া। স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এখলাসুর রহমান, মাওলানা আব্দুল হাফিজ, মুফতি মোতাহির আলী, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা এনামুল হাসান সাবির, পীর আহমদ কুতুব, সৈয়দ সেলিন মিয়ার, মারুফ খোকন, আব্দুস সালাম রাজা মিয়া, সৈয়দ তখলিস হোসাইন, সৈয়দ তাজুল ইসলাম, সৈয়দ আব্দুর রউফ, সৈয়দ মারুফ মিয়া, ফয়জুল হক, সৈয়দ সারওয়ার আহমেদ, সৈয়দ কিবরিয়া, মজনু মিয়া, ময়নুল হক প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেছেন, আবুল ফজল আজহার মিয়া সারা জীবন মানুষের সেবা করে গেছেন, হজ্ব ব্যবসার মাধ্যমে আল্লাহের ঘরের মেহমানদের খেদমত যেন তার নাজাতের উসিলা হয় এটাই সবাই প্রার্থনা করেন।
হাফেজ মাওলানা সৈয়দ ফুজায়েল আহমদ রহঃ সারা জীবন দ্বীন, ইসলাম ও মুসলিম উম্মাহের কল্যাণে কাজ করে গেছেন। ইলমে নববীর খেদমত করে গেছেন আমৃত্যু।
মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমদ্বয়ের ভালো কাজ গুলোকে কবুল করুন। শোকাহত পরিবার পরিজন কে ছবরে জামীল দান করুন- আমীন।
পরিশেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি




























