যুক্তরাজ্যের লীডসের বিস্টন আল-মদিনা জামে মসজিদ কমিটির মধ্যাহ্ন ভোজন ও আলোচনা সভা
- Update Time : ০৮:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
যুক্তরাজ্যের লীডসের বিস্টন আল-মদিনা জামে মসজিদের নব নিরবাচিত কমিটির উদ্যোগে স্থানীয় ইয়াসিন বানকুয়েন্টিক সুইটে এক জাকজমক পুর্ন পরিবেশে মধ্যাহ্ন ভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শতাধিক স্থানীয় ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উৎসব মুখর উপস্থিতিতে এক আনন্দঘণ মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। মোঃ আবু খালেদের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি মঈনুল ইসলাম ও বিশেষ মোনাজাত করেন আল মদিনা জামে মসজিদের খতীব হাফিজ মোঃ হামিদ আলী এবং স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিতির বক্তব্য রাখেন আল মদিনা জামে মসজিদের নবনির্বাচিত চেয়ারম্যান, যুবসমাজের আইকন, বিশিষ্ট ব্যবসায়ী, পরোপকারী ও তরুন সমাজ সেবক মোঃ বাবুল আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মদিনা মসজিদের সাবেক সফল চেয়ারম্যন ও বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ পীর জিলানী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আল মদিনা মসজিদের সাবের চেয়ারম্যন ও বর্তমান নবগঠিত কমিটির ট্রেজারার আলহাজ্ব গিয়াস উদ্দিন, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ, হাজী আব্দুল বারী, আকিক মিয়া (মোল্লা) হাছন আলী, মারুফ কোরেশী, সৈয়দ রফিক মিয়া, জামাল হোসেন, মোস্তফা মিয়া, রফু মিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন, জিতু মিয়া, সৈয়দ জুসেল মিয়া, জুনেদ মিয়া, সুমন মিয়া জিয়া মিয়া, হায়দার আলী, কমর উদ্দিন, সেলিম আহমদ প্রমুখ। উল্লেখ্য গত অক্টোবর স্থানীয় নির্বাচন কমিশনার আবুল মিয়া ও তাঁর সহযোগীদের নিয়ে বিস্টন আল-মদিনা জামে মসজিদে বিপুল সংখ্যক স্থানীয় ভোটারদের উপস্থিতিতে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্যানেল- ২ মোহাম্মদ বাবুল আহমেদ ও তাহার ২০ সদস্যের গ্রুপ ভোটে নির্বাচিত হন। বিজ্ঞপ্তি























