মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের ৪৭৬
- Update Time : ০২:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরির উৎসব আর রেকর্ডের রং ছড়ালো বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের দৃষ্টিনন্দন সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৭৬ রানের শক্তিশালী সংগ্রহ গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে দ্বিতীয়বারের মতো টেস্টে পাঁচ উইকেটের স্বাদ পেয়েছেন স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মাত্র এক রান যোগ করতেই ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরির গৌরব অর্জন করেন মুশফিক। ২১৪ বল মোকাবিলায় ৫ চার থেকে আসে তার মূল্যবান ১০৬ রান। আন্তর্জাতিক ক্রিকেটে শততম ম্যাচে শতক হাঁকানো বিশ্বে একাদশ ব্যাটার হিসেবে মুশফিক যুক্ত হলেন একটি বিশেষ তালিকায়। প্রথম দিন চার উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। অন্য প্রান্তে নিজের ছন্দময় ব্যাটিং দিয়ে দলের রান আরও সমৃদ্ধ করেন লিটন দাস। ৮ চার ও ৪ ছক্কার মারায় সাজানো তার ১২৮ রানের ইনিংসটি শেষ হয় ম্যাথু হাম্প্রিসের বলে স্লিপে ক্যাচ দিয়ে। এর আগে ক্রিজে মুমিনুল হকের ৬৩ ও মেহেদী হাসান মিরাজের ৪৭ রানের দারুণ অবদান মিলিয়ে বাংলাদেশ পেয়ে যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ জুটি। এই ম্যাচে এক ইনিংসে পরপর তিন উইকেটে (৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ) শতরানের পার্টনারশিপ গড়ার বিরল কীর্তিতে নাম লেখায় টাইগাররা। টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত কেবল ভারত ও পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে এ অর্জন বাংলাদেশের। চতুর্থ উইকেটে মুশফিক-মুমিনুল ১০৭, পঞ্চম উইকেটে মুশফিক-লিটন ১০৮ এবং ষষ্ঠ উইকেটে লিটন-মিরাজ জুটিতে আসে আরও ১২৩ রান। মুশফিক ও লিটন একসঙ্গে সপ্তমবারের মতো টেস্টে শতরানের জুটি উপহার দিয়ে নিজেদের রেকর্ডও সমৃদ্ধ করেছেন। ইনিংসের শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারালেও এবাদত হোসেনের ছোট ক্যামিও (১৮*) বাংলাদেশের সংগ্রহ আরও এগিয়ে নেয়। শেষ পর্যন্ত ৪৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা।























