১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ আল্লাহর সেরা সৃষ্টি জন

  • Update Time : ১০:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

জীবনে চলতে টাকার খুবই প্রয়োজন,
তবে এত কষ্ট দিয়ে করো টাকা অর্জন,
কখনও হয়ে যায় তা নিষ্প্রয়োজন।

জীবনে কাউকে কষ্ট দিয়ে করলে টাকা অর্জন,
সে টাকার স্থায়িত্ব হয় না বেশীক্ষণ,
তিলে তিলে ক্ষয় হয় জীবনের দূরবীক্ষণ।

মানুষ আল্লাহর সেরা সৃষ্টি জন,
মানুষ মানুষকে করে বিভাজন,
মানুষ সেই যে করতে পারে হিংসা অহংকার লোভ সাধন।

দূনিয়াতে বিত্তশালী হতে করো তর্জন গর্জন,
একবার কি ভেবেছ দূনিয়াতে থাকবে না এ জীবন।

কাফনের কোন পকেট নাই কিসের এত আয়োজন,
মরিলে কাদিবে সবাই এমন কাজ করো অর্জন।

 

লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।
লেখকঃ- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মানুষ আল্লাহর সেরা সৃষ্টি জন

Update Time : ১০:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

জীবনে চলতে টাকার খুবই প্রয়োজন,
তবে এত কষ্ট দিয়ে করো টাকা অর্জন,
কখনও হয়ে যায় তা নিষ্প্রয়োজন।

জীবনে কাউকে কষ্ট দিয়ে করলে টাকা অর্জন,
সে টাকার স্থায়িত্ব হয় না বেশীক্ষণ,
তিলে তিলে ক্ষয় হয় জীবনের দূরবীক্ষণ।

মানুষ আল্লাহর সেরা সৃষ্টি জন,
মানুষ মানুষকে করে বিভাজন,
মানুষ সেই যে করতে পারে হিংসা অহংকার লোভ সাধন।

দূনিয়াতে বিত্তশালী হতে করো তর্জন গর্জন,
একবার কি ভেবেছ দূনিয়াতে থাকবে না এ জীবন।

কাফনের কোন পকেট নাই কিসের এত আয়োজন,
মরিলে কাদিবে সবাই এমন কাজ করো অর্জন।

 

লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।
লেখকঃ- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ