মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন জনতার জিয়া- বারমিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দল
- Update Time : ০৬:৩৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বারমিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী পালন হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় বারমিংহামের স্থানীয় একটি হোটেলে রবিবার সন্ধ্যায়৷

সংগঠনের আহবায়ক রফিকুর রহমান রফুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মজনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মৌঃ আব্দুল হাফিজের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক মোসাহিদ তালুকদার, বারমিংহাম সিটি বিএনপির সাধারন সম্পাদক অাফজাল হোসেন, ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির উপদেষ্ট কাজি অাগুর মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারন সম্পাদক অাজিম উদ্দিন, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল মিয়া, ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিব চৌধুরী, ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ অালী, বারমিংহাম সিটি বিএনপির সাবেক সভাপতি জালাল চৌধুরী, ওয়েষ্ট মিডল্যান্ড যুবদলের সাবেক সভাপতি জালাল উদ্দিন অাহমদ, ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক অাওলাদ হোসেন, বাবরুল ইসলাম আহবায়ক বারমিংহাম সিটি স্বেচ্ছাসেবক দল, আব্দুল কবির সহ সাংগঠনিক ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি, ফয়সল আহমেদ সাধারন সম্পাদক জাসাস বারমিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড, তোফাজ্জল হোসেন মান্না সহ সভাপতি কভেন্ট্রি বিএনপি, মৌলানা এনামুল হাসান সাব্বির সভাপতি খেলাফত মজলিস বারমিংহাম৷
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ জুবের আহমদ, কায়সারুল ইসলাম সুমন, কয়সর আলী সাহিন, রেজাউল ইসলাম বিল্লা, গোলাম মোস্তফা লিমন, সৈয়দ রুপন আলী, চুনু মিয়া, সাজু আহমেদ, পাপ্পু চৌধুরী, ইদন আলী, ছাবির আহমেদ, আব্দুল মোমিন, আব্দুল লতিফ, রাজু আহমদ প্রমূখ ৷
আলোচনায় বক্তারা বলেন আজকে বাংলাদেশে অবৈধ সরকার ষড়যন্ত্র করে শহীদ জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করতেছেন ৷অবৈধ প্রধানমন্ত্রি দেশের প্রষাসন ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা অপচয় করতেছে বিভিন্ন স্থাপনা ও নিদর্শন থেকে উনার নাম মুছার জন্য ৷ অবৈধ সরকার যতই চেষ্টা করতেছে শহীদ জিয়াকে জনগন থেকে দুরে ঠেলে দিতে সরকার এবং সরকার প্রধান জনগন থেকে তত দুরে সরে যাচ্ছে ৷আজকে একজনকে (শেখ মুজিব) স্মরন করতে আইন করে দেশের মানুষকে বাধ্য করা হচ্ছে অথচ শহীদ জিয়াকে স্মরন করতে সম্মান দেখাতে কোন আইনের প্রয়োজন হচ্ছে না দেশের মানুষ তাদের হ্নদয় দিয়ে জিয়াউর রহমানকে ভালবাসতেছেন ৷ সুতরাং কোন ষড়যন্ত্রই শহীদ জিয়ার নাম বাংলার জমিন থেকে মুছা যাবে না ৷ আলোচনা শেষে মৌঃ আব্দুল হাফিজের পরিচালনায় শহীদ জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকো এবং আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন উনাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ৷ দোয়াতে দেশমাতা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্ততা ও দীর্ঘায়ু কামনা করা হয় ৷ প্রেস বিজ্ঞপ্তি




























