০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ

  • Update Time : ১০:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ

অসৎ মানুষের মূখের ভাষা খুবই জঘন্য,
ভালো মানুষের ভাষায় জীবন হয় ধন্য।

আচরণে বুঝা যায় বংশের পরিচয়,
অশিক্ষিত বা শিক্ষিত বিষয় নয়।

অশিক্ষিত বা শিক্ষিত হলে আর কি হয়,
তার ব্যবহারে চুরমার এ হৃদয়।

অশিক্ষিত বা শিক্ষিত হোক না যেমন,
আচরণে বুঝিয়ে দেয় বংশ মর্যাদা কেমন।

ধনী আর গরীব বিষয় নয়,
আচরণে বোঝা যায় আসল পরিচয়।

টাকার পাহাড় হলেই আসল মানুষ নয়,
টাকা হলেই মানুষ মানুষ নয়।

মানুষ হতে হলে মনুষ্যত্ববোধ থাকতে হয়,
অমানুষ সে তার বিবেক জাগ্রত নয়।

লেখখঃ- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মানুষ

Update Time : ১০:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩

কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ

অসৎ মানুষের মূখের ভাষা খুবই জঘন্য,
ভালো মানুষের ভাষায় জীবন হয় ধন্য।

আচরণে বুঝা যায় বংশের পরিচয়,
অশিক্ষিত বা শিক্ষিত বিষয় নয়।

অশিক্ষিত বা শিক্ষিত হলে আর কি হয়,
তার ব্যবহারে চুরমার এ হৃদয়।

অশিক্ষিত বা শিক্ষিত হোক না যেমন,
আচরণে বুঝিয়ে দেয় বংশ মর্যাদা কেমন।

ধনী আর গরীব বিষয় নয়,
আচরণে বোঝা যায় আসল পরিচয়।

টাকার পাহাড় হলেই আসল মানুষ নয়,
টাকা হলেই মানুষ মানুষ নয়।

মানুষ হতে হলে মনুষ্যত্ববোধ থাকতে হয়,
অমানুষ সে তার বিবেক জাগ্রত নয়।

লেখখঃ- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ