মহাসচিব ফখরুল ইসলাম’র ওপর হামলার প্রতিবাদে বার্মিংহামে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা
- Update Time : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’র ওপর হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি নেতৃবৃন্দের উপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কার জনক ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যে বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড স্বেচ্ছাসেবক দল’র উদ্যোগে এক প্রতিবাদ সভা বার্মিংহামে স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়ার পরিচালনায় ও ওয়েস্ট মিডলেন্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফুর সভাপতিত্বে
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোসাহিদ তালুকদার, বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জাহেদ চৌধুরী, ওয়েস্ট মিডলেন্ড বিএনপির উপদেষ্টা কজী আংগুর মিয়া, মৌলভীবাজার সদর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াজ আহমেদ, বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড বিএনপির সহ সভাপতি নুরুজ্জামান, বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড বিএনপির সহ সভাপতি মোঃ আলী হেলাল, বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড বিএনপির যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজিব চৌধুরী, বার্মিংহাম সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক জমির আলী, বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড যুবদলের সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবরুল ইসলাম বাবরুল, বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড বিএনপির সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ।
প্রতিবাদ সভায় নেতাকর্মীরা বলেন, কোনো সভ্য দেশে রাজনীতি যে এ পর্যায়ে আসবে, তা ভাষায় প্রকাশ করার মতো না। সর্বোচ্চ পর্যায়ের নেতাদের গাড়ি বহরে হামলা হয়েছে, সাধারণ নেতা কর্মীদের বেলায় তো কথাই নেই। অবৈধ এই সরকারের হাতে সাধারণ মানুষ নিরাপদ নয়। বিএনপি নেতা কর্মীদের ওপর অত্যাচার, নির্যাতনের ফলাফল ভাল হবে না । অবিলম্বে বিএনপি নেতাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কয়ছর আলী সাহিন, চুনু মিয়া, পাপ্পু চৌধুরী, ইমরান আহমেদ, সোহেল আহমেদ, মোর্শেদ আহমেদ, মামুন আহমেদ, আলি আহমেদ, আব্দুল লতিফ, মাসুদ আহমেদ প্রমুখ ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়েস্ট মিডলেন্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সম্পাদক কবির আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি




























