০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মদিনায় মসজিদে নববীতে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহে ৪৬ জনকে আটক

  • Update Time : ০২:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মদিনায় মসজিদে নববীতে আত্মঘাতী বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ৪৬ জনকে আটক করেছে সৌদি পুলিশ। এদের মধ্যে অনেকেই গত বছরের মাঝের দিকে মসজিদে নববীতে আত্মঘাতী হামলা চেষ্টায় জড়িত ছিলেন। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আটককৃতদের মধ্যে সৌদি আরবের ৩২ ও বিদেশি ১৪ নাগরিক রয়েছে। বিদেশিদের মধ্যে পাকিস্তান, ইয়েমেন, আফগানিস্তান, মিসর, সুদান ও জর্ডানের নাগরিক রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জেদ্দায় সন্ত্রাসীদের দুটি গোপন আস্তানা ধ্বংস করার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল-নাসিম জেলার আবাসিক অ্যাপার্টমেন্টে অভিযানের সময় হোসাম সালেহ আল-জোহানি নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।

২১ জানুয়ারিতে আল-হারাজাত জেলার এক রেস্ট হাউসে দ্বিতীয় অভিযান চালানো হয়। ওই রেস্ট হাউস ঘিরে ফেলার পর খালিদ গাজী হোসেন আল-সারওয়ানি এবং নাদি মারজুক খালাফ আল-মুদানি ইনিজি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। সেখানে অবস্থান করে তারা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, গত বছরের ৪ জুলাই মসজিদে নববীতে হামলার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। আত্মঘাতী হামলাকারী দলের সদস্যরা আটকৃকত সেলের সরবরাহ করা বিস্ফোরক বেল্ট ব্যবহার করেছিল।

গত বছরের রমজান মাসে নায়ের মুসাল্লেম আল হাম্মাদ আল নুজাঈদী মসজিদে নববীতে প্রবেশের চেষ্টার সময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণে চারজন নিহত ও আরো পাঁচজন গুরুতর আহত হন।

মনসুর আল-তুর্কি বলেন, আটককৃতরা গত বছরের ৩ জুলাই জেদ্দায় সোলিমান ফকীহ হাসপাতালে বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে আবদুল্লাহ গুলজার খান নামের এক পাকিস্তানি হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মদিনায় মসজিদে নববীতে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহে ৪৬ জনকে আটক

Update Time : ০২:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মদিনায় মসজিদে নববীতে আত্মঘাতী বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ৪৬ জনকে আটক করেছে সৌদি পুলিশ। এদের মধ্যে অনেকেই গত বছরের মাঝের দিকে মসজিদে নববীতে আত্মঘাতী হামলা চেষ্টায় জড়িত ছিলেন। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আটককৃতদের মধ্যে সৌদি আরবের ৩২ ও বিদেশি ১৪ নাগরিক রয়েছে। বিদেশিদের মধ্যে পাকিস্তান, ইয়েমেন, আফগানিস্তান, মিসর, সুদান ও জর্ডানের নাগরিক রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জেদ্দায় সন্ত্রাসীদের দুটি গোপন আস্তানা ধ্বংস করার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল-নাসিম জেলার আবাসিক অ্যাপার্টমেন্টে অভিযানের সময় হোসাম সালেহ আল-জোহানি নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।

২১ জানুয়ারিতে আল-হারাজাত জেলার এক রেস্ট হাউসে দ্বিতীয় অভিযান চালানো হয়। ওই রেস্ট হাউস ঘিরে ফেলার পর খালিদ গাজী হোসেন আল-সারওয়ানি এবং নাদি মারজুক খালাফ আল-মুদানি ইনিজি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। সেখানে অবস্থান করে তারা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, গত বছরের ৪ জুলাই মসজিদে নববীতে হামলার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। আত্মঘাতী হামলাকারী দলের সদস্যরা আটকৃকত সেলের সরবরাহ করা বিস্ফোরক বেল্ট ব্যবহার করেছিল।

গত বছরের রমজান মাসে নায়ের মুসাল্লেম আল হাম্মাদ আল নুজাঈদী মসজিদে নববীতে প্রবেশের চেষ্টার সময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণে চারজন নিহত ও আরো পাঁচজন গুরুতর আহত হন।

মনসুর আল-তুর্কি বলেন, আটককৃতরা গত বছরের ৩ জুলাই জেদ্দায় সোলিমান ফকীহ হাসপাতালে বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে আবদুল্লাহ গুলজার খান নামের এক পাকিস্তানি হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ