মক্কায় এ পর্যন্ত ৩০ হাজার হজযাত্রী, ১ জনের মৃত্যু
- Update Time : ০১:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: এখনো পর্যন্ত ৩০হাজার ৮৩জন হজযাত্রী সৌদি আরবের মক্কায় এসে পৌঁচেছেন । এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জন সরকারি ও ২৬ হাজার ৭৪৬ জন বেসরকারিভাবে মক্কা এসে পৌঁছান।
এরমধ্যে মঙ্গলবার রাতে ফরিদ উদ্দিন নামের এক বাংলাদেশী হজ করতে এসে মক্কায় মারা গেছেন। ফরিদ উদ্দিন বরিশালের মোলাদির আব্দুল মজিদের পুত্র। ফরিদ উদ্দিন মুক্তিযোদ্ধা কামান্ডার ছিলেন বলে জানা গেছে। মৃত ফরিদ উদ্দিনের লাশ মক্কা জাহের হাসপাতালে রয়েছে। ফরিদ উদ্দিন বাংলাদেশের উত্তরা ট্রাভেলস থেকে মক্কায় হজ করতে এসেছিলেন। এবছর ১ লক্ষ ২৭ হাজার ১ শত ৯৮ জন হজ্বযাত্রীর হজ করার কথা রযেছে।
প্রতি বছরের মতো এবারো হাজীদের সেবায় হজ্জ কর্মী নিয়োজিত রেখেছেন মক্কাস্থ বাংলাদেশ হজ মিশন।হজ কর্মীদের গায়ের পোষাকে বাংলাদেশের পতাকা রয়েছে। যে কারণে হারিয়ে যাওয়া হাজীরা অতি সহজে বাংলাদেশী হজ্জ কর্মীকে চিনতে পারেন। হজ কর্মীরা জানিয়েছেন- হাজী সাহেবদের সেবা দেওয়ার জন্য তারা এখন থেকেই প্রস্তুত আছেন। তবে ১ লক্ষ ২৭ হাজার হাজীদের সেবায় এবছর হজ কর্মী খুব কম থাকায় হাজীরা বিপাকে পড়েত পারেন বলে আশংকা করা হচ্ছে। যে কারণে মক্কা হাজীদের সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণে হজকর্মী বাড়ানোর দাবি জানানো হয়েছে।




























