০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনে সিলেটী মেয়ে রুশনারার হ্যাট্রিক চান্স !

  • Update Time : ০২:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

লন্ডন থেকে :: বিশেষ প্রতিনিধি :: হ্যাট্রিক জয়ের সামনে রুশনারা আলী। ব্রিটেনে প্রথম বাংলাদেশী পার্লামেন্টারিয়ান হয়ে গড়েছিলেন ইতিহাস। ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে যান রুশনারা। ২০১৫ সালে টানা ২য় বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকী গ্রামের মেয়ে। প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথকে। এবার মধ্যবর্তী নির্বাচনে আবারো প্রার্থী হবেন তা অনেকটা নিশ্চিত। লেবার পার্টির নিরাপদ আসন ধরে নেওয়া হয় এটিকে।

গত নির্বাচনে রুশনারা আলি লেবার পার্টির পক্ষে ৩২ হাজার ৮শ’ ৮৭ ভোটে জয় পেয়েছিলেন। তার পক্ষে ভোট পড়েছিল ৬১ শতাংশ। রুশনারার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পান ৮ হাজার ৭০ ভোট।

সিলেটের বিশ্বনাথে ১৯৭৫ সালে জন্ম নেওয়া রুশনারা মাত্র সাত বছর বয়সে বাবা-মার সঙ্গে লন্ডনে পাড়ি জমান। দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রিধারী রুশনারা পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালক।

তরুণ রাজনীতিবিদদের মধ্যে প্রভাবশালী রুশনারা আলী অক্সফোর্ডে লেখাপড়া করেছেন ফিলসফি, পলিটিক্স ও ইকোনমিক্স (পিপিই) বিষয়ে। লেবার পার্টির হয়ে শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক শ্যাডো মিনিস্টারের ভূমিকা পালন করেন। গত সেপ্টেম্বরে ইরাকে সামরিক হামলায় সংসদে লেবার পার্টি সমর্থন দেওয়ায় রুশনারা শ্যাডো মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন।

তরুণ এই পার্লামেন্টারিয়ান বর্তমানে পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য এবং আপরাইজিং নামের একটি দাতব্য সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, যেটি তরুণদের নিয়ে কাজ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্রিটেনে সিলেটী মেয়ে রুশনারার হ্যাট্রিক চান্স !

Update Time : ০২:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭

লন্ডন থেকে :: বিশেষ প্রতিনিধি :: হ্যাট্রিক জয়ের সামনে রুশনারা আলী। ব্রিটেনে প্রথম বাংলাদেশী পার্লামেন্টারিয়ান হয়ে গড়েছিলেন ইতিহাস। ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে যান রুশনারা। ২০১৫ সালে টানা ২য় বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকী গ্রামের মেয়ে। প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথকে। এবার মধ্যবর্তী নির্বাচনে আবারো প্রার্থী হবেন তা অনেকটা নিশ্চিত। লেবার পার্টির নিরাপদ আসন ধরে নেওয়া হয় এটিকে।

গত নির্বাচনে রুশনারা আলি লেবার পার্টির পক্ষে ৩২ হাজার ৮শ’ ৮৭ ভোটে জয় পেয়েছিলেন। তার পক্ষে ভোট পড়েছিল ৬১ শতাংশ। রুশনারার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পান ৮ হাজার ৭০ ভোট।

সিলেটের বিশ্বনাথে ১৯৭৫ সালে জন্ম নেওয়া রুশনারা মাত্র সাত বছর বয়সে বাবা-মার সঙ্গে লন্ডনে পাড়ি জমান। দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রিধারী রুশনারা পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালক।

তরুণ রাজনীতিবিদদের মধ্যে প্রভাবশালী রুশনারা আলী অক্সফোর্ডে লেখাপড়া করেছেন ফিলসফি, পলিটিক্স ও ইকোনমিক্স (পিপিই) বিষয়ে। লেবার পার্টির হয়ে শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক শ্যাডো মিনিস্টারের ভূমিকা পালন করেন। গত সেপ্টেম্বরে ইরাকে সামরিক হামলায় সংসদে লেবার পার্টি সমর্থন দেওয়ায় রুশনারা শ্যাডো মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন।

তরুণ এই পার্লামেন্টারিয়ান বর্তমানে পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য এবং আপরাইজিং নামের একটি দাতব্য সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, যেটি তরুণদের নিয়ে কাজ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ