১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যস্ত : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

  • Update Time : ১২:২৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ব্যস্ততা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি,
ব্যস্ততা যেন হয়েগেছে হাতে কড়ি।

ছেলে-মেয়েদের সময় দেব কি করি,
কাজের চাপে তাদের সময় দিতে না পারি।

আফসোস আর আক্ষেপ নিয়ে জীবন দিয়েছি পাড়ি,
আত্মীয় অনাত্মীয় কারো মন জুগিয়ে না চলতে পারি।

কাছের ও দূরের মানুষজন ভুল বুঝে দূরে যায় চলি,
বাস্তবতা কি বুঝার চেষ্টা করো বিনীতভাবে বলি।

আল্লাহ পদত্ব দায়িত্ব উপরে চলে আসে তখন আর কি করি,
সাধ্যানুযায়ী দায়িত্ব পালন করার চেষ্টা করি।

হয়ত কাছের কিছু মানুষ মনে করে ভুলেগেছি,
বাস্তবতা কি জানেন? মোটেও ভুলিনি, কাজে হন্য হয়েগেছি।

ব্যস্ততার ফাঁকে দেখি যেমনি ছিলাম তেমনি আছি,
ভুল বুঝোনা হৃদয়ের মনিকোটায় রয়েছি।

কি করব ব্যস্ততা আমাকে দেয় না অবসর,
সবার মন রক্ষা করা দুষ্কর,
তাই বলে ভেবোনা আমি স্বার্থপর।

 

লেখক: সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্যস্ত : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

Update Time : ১২:২৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

ব্যস্ততা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি,
ব্যস্ততা যেন হয়েগেছে হাতে কড়ি।

ছেলে-মেয়েদের সময় দেব কি করি,
কাজের চাপে তাদের সময় দিতে না পারি।

আফসোস আর আক্ষেপ নিয়ে জীবন দিয়েছি পাড়ি,
আত্মীয় অনাত্মীয় কারো মন জুগিয়ে না চলতে পারি।

কাছের ও দূরের মানুষজন ভুল বুঝে দূরে যায় চলি,
বাস্তবতা কি বুঝার চেষ্টা করো বিনীতভাবে বলি।

আল্লাহ পদত্ব দায়িত্ব উপরে চলে আসে তখন আর কি করি,
সাধ্যানুযায়ী দায়িত্ব পালন করার চেষ্টা করি।

হয়ত কাছের কিছু মানুষ মনে করে ভুলেগেছি,
বাস্তবতা কি জানেন? মোটেও ভুলিনি, কাজে হন্য হয়েগেছি।

ব্যস্ততার ফাঁকে দেখি যেমনি ছিলাম তেমনি আছি,
ভুল বুঝোনা হৃদয়ের মনিকোটায় রয়েছি।

কি করব ব্যস্ততা আমাকে দেয় না অবসর,
সবার মন রক্ষা করা দুষ্কর,
তাই বলে ভেবোনা আমি স্বার্থপর।

 

লেখক: সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ