০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যথার সিন্ধু : দীন মোহাম্মদ আরজুমন্দ আলী
- Update Time : ০৬:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আকাশ থেকে মুশলধারে
পড়লো ঝরে মেঘ
বিপদসীমার উপর দিয়ে
স্রোতের গতিবেগ।
প্রলয়কারী বন্যা এসে
সব নিয়ে যায় কেড়ে
সাঁতার কেটে কুল না মিলে
ভিটেমাটি ছেড়ে।
অনাহারে সাঁতার কেটে
মরছে কতজন
পানির উপর ভেসে চলে
না হলো দাফন।
অনাহারী সাঁতার কাটে
হাতে নিয়ে ত্রাণ
আশ্রয়কেন্দ্রে যাবার আগে
হারায় তাজা প্রাণ।
পরিবারের সবাই উপোস
পায় না খেতে কিছু
ক্ষুধার জ্বালায় যুবক মরে
মাথা হলো নিচু।
লক্ষ লক্ষ পানি বন্দী
ভালো নেই আজ কেউ
বেঁচে আছে বুকে নিয়ে
সাত সাগরের ঢেউ।
বানের জলে মিশে আছে
চোখের নোনাজল
পাতা খেয়ে বাঁচবে মানুষ?
সবই পানির তল।
চিৎকার দিয়ে গলা ফাটে
মরে যাবার আগে
একটু আহার জুটলো না-রে
হতভাগা’র ভাগে!
কবি: ইসহাকপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ।




























