০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশাখী মেলা
- Update Time : ১০:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
দীনুল ইসলাম বাবুল
অর্থ-বিত্ত আছে যার , আছে তার আনন্দ মেলা
ইলিশ-পান্তা সোনার দরে , গায় বৈশাখী মেলা ।
আমার বৈশাখ ঘাম ঝরায় , সকাল-সন্ধ্যা বেলা
ধান নিয়া টানাটানি , শীলা-বৃষ্টির জ্বালা ।
এই ফেলো , এই তোলো , আড়ি-কোনায় সাজ
কিসের মেলা , কিসের খেলা , দিবা-রাত্রী কাজ ।
তারার আছে গানের কথা , আমরা কাজের গাধা
তাদের সাধা -” এসো হে বৈশাখ ! “ আর দেখো আমারার মাথা ।
কিসের ইলিশ , কিসের পান্তা কিসের বৈশাখী মেলা
আমার মতো যারা কেবল , তারাই বুঝে কেমনে কাটে বেলা ।।




























