১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের অর্ধেক সম্পদের মালিক ৮ ধনকুবের

  • Update Time : ০১:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: আর্থিক বৈষম্য বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের বেশিরভাগ সম্পদের মালিক হয়ে বসে আছেন হাতেগোনা কয়েকজন মানুষ। এ নিয়ে সোমবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘অক্সফোর্ড কমিটি ফর ফেমিন রিলিফ’র (অক্সফ্যাম) এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে বিপজ্জনক চিত্র। বিশ্বের সবচেয়ে ধনী আট ধনকুবেরের হাতে দরিদ্রতম ৫০ শতাংশ মানুষের সমপরিমাণ সম্পদ কুক্ষিগত হয়ে আছে বলে প্রতিবেদনটিতে প্রকাশ পেয়েছে।

ক্রমবর্ধমান এই ধনবৈষম্যে উদ্বেগ জানিয়েছে অক্সফ্যাম। বিশ্বের ধনী ব্যক্তিদের সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনকে কেন্দ্র করে প্রতিবেদনটি প্রকাশ করল তারা। এই বৈষম্যকে ‘কল্পনাতীত’ বলে অভিহিত করা হয়েছে প্রতিবেদনে।
অক্সফ্যামের তালিকায় সবচে ধনী ব্যক্তি হিসেবে উঠে এসেছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম। এছাড়া তালিকায় আছেন স্পেনের ফ্যাশন প্রতিষ্ঠান জারা’র প্রধান আমানিকো ওর্তেগা, ব্যবসায়ী ওয়ারেন বাফেট, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং আমাজনের মালিক জেফ বেজোস। ওই আট ধনকুবের মিলে মোট ৪২৬ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদের মালিক। তাদের এই সম্পদ পৃথিবীর ৩৬০ কোটি মানুষের সম্পদের সমান।

এই আর্থিক বৈষম্য রুখতে অর্থনীতির বিকল্প মডেল দাঁড় করানোর প্রস্তাব দিয়েছে দাতব্য সংস্থাটি। ‘এন ইকোনমি ফর নাইনটি নাইন পার্সেন্ট শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করে তারা। ধনীদের সম্পদের পরিমাণ দিন দিন বেড়ে যাওয়ার পেছনে শ্রমিকদের মজুরি নিয়ন্ত্রণ, কর ফাঁকি এবং শ্রমিক নিষ্পেষণকে দায়ী করেছে অক্সফ্যাম।

গত বছর বিশ্বের অর্ধেক সম্পদের মালিক ৬২ জন মানুষ বলে সংস্থাটি জানিয়েছিল। এক বছরের ব্যবধানে তা আটজনে নেমে এসেছে। এজন্য চীন এবং ভারতের প্রকট দারিদ্রকেও দায়ী করা হয়েছে। এই দেশ দুটিতে ধনবৈষম্য বাড়ায় সারা বিশ্বেই তার প্রভাব পড়েছে এবং ধনী দরিদ্রের বৈষম্য আরো প্রকট হয়েছে।

অক্সফ্যামের প্রতিবেদনে দেখা যায়, আয় বৈষম্য প্রকটভাবে বেড়ে চলেছে ভারতে। দেশটির মোট সম্পদের ৭০ শতাংশের মালিক মাত্র ৫৭ জন ধনকুবের। ভারতের মোট সম্পদের শতকরা ৫৮ ভাগ কুক্ষিগত হয়ে আছে মাত্র এক শতাংশ মানুষের হাতে। বৈশ্বিক আর্থিক বৈষম্যের তুলনায় ভারতের এ বৈষম্য ৫০ শতাংশ বেশি।

দেশটির মোট সম্পদের ২৪৮ বিলিয়ন ডলারের মালিক দেশটির ৮৪ ধনী ব্যক্তি। এর মধ্যে প্রথম সারিতে রয়েছেন মুকেশ অম্বানি (১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার), দিলিপ সাংভি (১৬ দশমিক ৭ বিলিয়ন ডলার) এবং আজিম প্রেমজি (১৫ বিলিয়ন ডলার)। বর্তমানে ভারতে মোট জাতীয় সম্পদের পরিমাণ ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। সূত্র: দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বের অর্ধেক সম্পদের মালিক ৮ ধনকুবের

Update Time : ০১:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭

অনলাইন ডেস্ক :: আর্থিক বৈষম্য বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের বেশিরভাগ সম্পদের মালিক হয়ে বসে আছেন হাতেগোনা কয়েকজন মানুষ। এ নিয়ে সোমবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘অক্সফোর্ড কমিটি ফর ফেমিন রিলিফ’র (অক্সফ্যাম) এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে বিপজ্জনক চিত্র। বিশ্বের সবচেয়ে ধনী আট ধনকুবেরের হাতে দরিদ্রতম ৫০ শতাংশ মানুষের সমপরিমাণ সম্পদ কুক্ষিগত হয়ে আছে বলে প্রতিবেদনটিতে প্রকাশ পেয়েছে।

ক্রমবর্ধমান এই ধনবৈষম্যে উদ্বেগ জানিয়েছে অক্সফ্যাম। বিশ্বের ধনী ব্যক্তিদের সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনকে কেন্দ্র করে প্রতিবেদনটি প্রকাশ করল তারা। এই বৈষম্যকে ‘কল্পনাতীত’ বলে অভিহিত করা হয়েছে প্রতিবেদনে।
অক্সফ্যামের তালিকায় সবচে ধনী ব্যক্তি হিসেবে উঠে এসেছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম। এছাড়া তালিকায় আছেন স্পেনের ফ্যাশন প্রতিষ্ঠান জারা’র প্রধান আমানিকো ওর্তেগা, ব্যবসায়ী ওয়ারেন বাফেট, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং আমাজনের মালিক জেফ বেজোস। ওই আট ধনকুবের মিলে মোট ৪২৬ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদের মালিক। তাদের এই সম্পদ পৃথিবীর ৩৬০ কোটি মানুষের সম্পদের সমান।

এই আর্থিক বৈষম্য রুখতে অর্থনীতির বিকল্প মডেল দাঁড় করানোর প্রস্তাব দিয়েছে দাতব্য সংস্থাটি। ‘এন ইকোনমি ফর নাইনটি নাইন পার্সেন্ট শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করে তারা। ধনীদের সম্পদের পরিমাণ দিন দিন বেড়ে যাওয়ার পেছনে শ্রমিকদের মজুরি নিয়ন্ত্রণ, কর ফাঁকি এবং শ্রমিক নিষ্পেষণকে দায়ী করেছে অক্সফ্যাম।

গত বছর বিশ্বের অর্ধেক সম্পদের মালিক ৬২ জন মানুষ বলে সংস্থাটি জানিয়েছিল। এক বছরের ব্যবধানে তা আটজনে নেমে এসেছে। এজন্য চীন এবং ভারতের প্রকট দারিদ্রকেও দায়ী করা হয়েছে। এই দেশ দুটিতে ধনবৈষম্য বাড়ায় সারা বিশ্বেই তার প্রভাব পড়েছে এবং ধনী দরিদ্রের বৈষম্য আরো প্রকট হয়েছে।

অক্সফ্যামের প্রতিবেদনে দেখা যায়, আয় বৈষম্য প্রকটভাবে বেড়ে চলেছে ভারতে। দেশটির মোট সম্পদের ৭০ শতাংশের মালিক মাত্র ৫৭ জন ধনকুবের। ভারতের মোট সম্পদের শতকরা ৫৮ ভাগ কুক্ষিগত হয়ে আছে মাত্র এক শতাংশ মানুষের হাতে। বৈশ্বিক আর্থিক বৈষম্যের তুলনায় ভারতের এ বৈষম্য ৫০ শতাংশ বেশি।

দেশটির মোট সম্পদের ২৪৮ বিলিয়ন ডলারের মালিক দেশটির ৮৪ ধনী ব্যক্তি। এর মধ্যে প্রথম সারিতে রয়েছেন মুকেশ অম্বানি (১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার), দিলিপ সাংভি (১৬ দশমিক ৭ বিলিয়ন ডলার) এবং আজিম প্রেমজি (১৫ বিলিয়ন ডলার)। বর্তমানে ভারতে মোট জাতীয় সম্পদের পরিমাণ ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। সূত্র: দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া

এখানে ক্লিক করে শেয়ার করুণ