জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথ উপজেলার মিরেরগাঁও গ্রামবাসী ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নুরের মধ্যকার বিরোধ আপোষে নিস্পত্তি হয়েছে। সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর হস্তক্ষেপে বিরোধটি নিস্পত্তি হয়।
বিরোধ নিস্পত্তির লক্ষ্যে সোমবার (২৯মে) রাতে বিশ্বনাথ উপজেলা সদরের আল-হেরা মার্কেটস্থ আলহাজ্ব পংকি খানের অফিসে উভয় পক্ষের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রামবাসীর সাথে বিভিন্ন কর্মকান্ড, মসজিদে তালা, মিলাদ-কিয়াম নিয়ে কটুক্তি ও একাধিক সংবাদ সম্মেলনের জন্য দুঃখ প্রকাশ করেন প্রবাসী আব্দুন নুর। এছাড়া ভবিষ্যতে যাতে মসজিদ নিয়ে গ্রামবাসীর মধ্যে কোন বিরোধ সৃষ্টি না হয় সেজন্য উভয় পক্ষের মধ্যে একটি লিখিত অঙ্গিকারনামা প্রদানের সিদ্ধান্ত হয় বৈঠকে।
বৈঠকে উপস্থিত ছিলেন- সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শালিসী ব্যক্তিত্ব আলহাজ্ব পংকি খান, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সমাজ সেবক বুরহান হোসেন, কামালবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম মনোওর আলী, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার মিয়া, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিন আরশ, সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওদূদ আজাদ, সমাজসেবক ফারুক আহমদ, ইউপি সদস্য রিয়াজ আলী, সাবেক ইউপি সদস্য সায়েস্তা মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, মহব্বত আলী, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, মুরব্বি সফিক মিয়া, লিলু মিয়া, ফারুক আহমদ, নুরুজ্জামান, স্থানীয় মিরেরগাঁও মাদ্রাসার মুহতামিম আবু তাহের নজির প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার মিরেরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নুর কর্তৃক গ্রামের মসজিদে তালা দিয়ে মুসল্লিদের নামাজ পড়তে বাঁধা প্রদান ও মিলাদ-কিয়াম নিয়ে কটুক্তির অভিযোগে এর প্রতিবাদে গ্রামবাসী’সহ এলাকাবাসী ফুঁসে উঠেন। প্রতিবাদে অনুষ্ঠিত হয় মানববন্ধন। অপর দিকে, গ্রামবাসী ও থানা পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ এনে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রবাসী আব্দুন নুর। ফলে এলাকা উত্তাল হয়ে উঠলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাবাসীর সঙ্গে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ মতবিনিময় করেন। একপর্যায়ে সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর হস্তক্ষেপে এলাকাবাসী শান্ত হন। অবশেষে গত সোমবার রাতে শফিকুর রহমান চৌধুরীর উপস্থিতিতে উভয়ন পক্ষ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিষয়টি নিস্পত্তি হয়।
০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে শফিক চৌধুরীর হস্তক্ষেপে মিরেরগাঁও গ্রামের বিরোধ নিস্পত্তি
- Update Time : ০৮:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে



























