০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল

  • Update Time : ১২:৫২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
  • / ১৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে বিশ্বনাথে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ পৌর শহরে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারণা উপলক্ষে দুপুর ১২টা থেকেই বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী পৌর শহরের কলেজ রোডের সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হন। বিকেল ২টায় সেখান থেকে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিলটি শুরু হয়। মিছিলে একটি ছাদখোলা গাড়িতে চড়ে তাহসিনা রুশদীর লুনা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে স্থানীয় ‘প্রবাসী চত্বরে’ এসে এক পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, আগামী নির্বাচন আপনাদের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের ইমানি দায়িত্ব। আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। তিনি আরও বলেন, এই বিজয় কেবল আমার একা নয়, এই বিজয় হবে বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর। দেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্র রক্ষার এই জাতীয় নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই বিজয় নিশ্চিত করুন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী এবং ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। প্রচার মিছিলে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে এদিন পুরো বিশ্বনাথ শহর মুখরিত হয়ে ওঠে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল

Update Time : ১২:৫২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

ডেস্ক রিপোর্ট :: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে বিশ্বনাথে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ পৌর শহরে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারণা উপলক্ষে দুপুর ১২টা থেকেই বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী পৌর শহরের কলেজ রোডের সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হন। বিকেল ২টায় সেখান থেকে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিলটি শুরু হয়। মিছিলে একটি ছাদখোলা গাড়িতে চড়ে তাহসিনা রুশদীর লুনা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে স্থানীয় ‘প্রবাসী চত্বরে’ এসে এক পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, আগামী নির্বাচন আপনাদের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের ইমানি দায়িত্ব। আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। তিনি আরও বলেন, এই বিজয় কেবল আমার একা নয়, এই বিজয় হবে বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর। দেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্র রক্ষার এই জাতীয় নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই বিজয় নিশ্চিত করুন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী এবং ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। প্রচার মিছিলে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে এদিন পুরো বিশ্বনাথ শহর মুখরিত হয়ে ওঠে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ