বিদেশে চাকরির লোভ দেখিয়ে ঢাকায় এনে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১
- Update Time : ০১:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে ঝিনাইদহের এক গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও করার অভিযোগে খোকন মোল্লা নাকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নওদাগা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রযুক্তি ব্যবহার করে আসামীকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে আহমেদ কবির জানান, বিদেশে চাকরি দেওয়ার কথা বলে ওই গৃহবধূকে গত ২৪ মে ঢাকায় নিয়ে যান খোকন মোল্লা। সেখানে ১০ দিন আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করেন তিনি এবং ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন।
ওসি আরও জানান, পরে সেখান থেকে ওই গৃহবধূ পালিয়ে আসেন। পরের দিন ২৫ জুলাই ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালে খোকন মোল্লাকে আসামি করে আলাদা দুটি মামলা করেন।



















