বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদের প্রচারণায় দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা
- Update Time : ০৩:২৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
আল হেলাল, সুনামগঞ্জ :: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির অন্যতম সদস্য জননেতা কয়ছর এম আহমদ এর নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন কয়েকজন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা। এরা হচ্ছেন বিশিষ্ট কলামিস্ট শায়েখ এম আহমেদ,যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আব্বাস মিয়া, সোয়ানসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল মিয়া কোরেশী,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা ওলিউর রহমান,সৈয়দ রুপন আলী,যুক্তরাজ্য সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর আলী শাহীন,ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা ও বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান ও বিএনপি নেতা আলি হোসেন প্রমুখ ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আড়াইটায় সিলেট বিমানবন্দরে তারা অবতরণ করবেন। ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা ও বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুর নিবাসী ইসলাম উদ্দিন খান স্বদেশে আসার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ইতিমধ্যে রওয়ান হয়ে গেছি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আড়াইটায় সিলেটে পৌছবো ইনশাআল্লাহ। তিনি বলেন,আমরা সুনামগঞ্জ-৩ আসনের পাশাপাশি সুনামগঞ্জ ৪ সদর আসনেও ধানের শীষ প্রতিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের পক্ষে দলীয় প্রচারাভিযানে সক্রিয়ভাবে মাঠে কাজ করবো। নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারুন্যের অহংকার জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সিলেট বিভাগের ১৯টি আসনেই দলীয় প্রার্থীদের বিজয়ে আমাদের প্রচারণা অব্যাহত থাকবে।
উল্লেখ্য ইসলাম উদ্দিন খান,জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির অন্যতম সদস্য মনোনিত হয়েছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ও বিএনপির চেয়ারম্যান গণমানুষের নেতা তারেক রহমান এবং ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. ফরহাদ হালিম ডোনার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইসলাম উদ্দিন খান বলেন,সিলেটের মতো গুরুত্বপূর্ণ বিভাগের ৪ টি জেলার ১৯ টি নির্বাচনী আসনের প্রতিনিধি সমন্বয়ে গঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ইং এর আওতায় সুনামগঞ্জের ৫টি আসন,সিলেট জেলার ৬টি আসনসহ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায়ও আরো বৃহত্তর পরিসরে নির্বাচনী প্রচারণা,মনিটরিং ইত্যাদি সাংগঠনিক কাজ সক্রিয়ভাবে পরিচালনা করবে। তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে সাধ্যমত সকল প্রচেষ্টা গ্রহনেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।























