০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবা : মো: আলীনাজ হোসাইন
- Update Time : ০২:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আমি দেখেছি আমার বাবার সেই,
রক্ত ঝরা ঘাম ৷
সেই ঘামের বিনিময়টাও সে,
চায়নি কবু দাম ৷
আমি দেখেছি আমার বাবাকে চেয়ে,
অশ্রুসিক্ত চোখে ৷
চোখের জলটা মুছেও বাবা,
টেনে নিয়েছে বুকে ৷
আমি দেখেছি চেয়ে জীবন যুদ্ধে,
আমার বাবার জয় ৷
একাই লড়েছে সবার জন্য,
পায়নি কবু ভয় ৷
আমি দেখেছি আমার বাবার মুখের,
কষ্ট ভরা ঐ হাসি ৷
হাজার ব্যাথা মেনে নিয়ে সে,
বলেছে ভালোবাসি ৷
আমার কাছে বাবাই আমার,
শ্রেষ্ট জীবন যোদ্ধা ৷
একটাই চাওয়া ভুবন মাঝে,
ভালো রেখ তারে খোদা ৷
কবি: আক্তাপাড়া, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।



























