বাবাবিহীন জীবন : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০৩:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাবাবিহীন জীবন বড়ই কষ্টের,
বাবার ভালোবাসা পাওয়া বিরাট ভাগ্যের।
বাবা নাই যার অসারের জীবন তার,
দোয়া ও ভালোবাসা জুটেনা কোন দিন আর।
বাবার ভালোবাসা আর পাইনি কোন দিন,
এ ভালোবাসা কেহ দিতে পারবে না বুঝে নিন।
বাবার ভালোবাসায় অতীত স্মৃতিতে কাঁদায়,
বাবা থাকলে জীবন আনন্দে ভরপুর হত ভিটায়।
বাবাকে না বলা অনেক কথা থেকে যায়,
আজ বাবা নাই জীবনটা খুড়ে খুড়ে খায়।
বাবা আমার জীবনের রোল মডেল,
যতবারই ছাত্র জীবনে হোঁচট খেয়েছি,
তখন ভালোবাসা স্নেহ দিয়েছেন অডেল।
ছাত্র জীবনে বাবা আমার জন্য কতই না কষ্ট করেছেন,
উনিশ শত নিরান্নব্বই সালে এই দিনে বাবা আল্লাহর সান্নিধ্য লাভ করেন।
বাবা তোমার যোগ্য সন্তান হতে পারিনি মাফ করে দিবেন,
প্রতিটি বাবার সন্তানের কাজ যেন হয় কিয়ামতে নাজাতের,
দোয়া করি বাবা তোমার জন্য আল্লাহ যেন জান্নাত দান করেন।
উৎসর্গঃ- আমার বাবার ওফাত দিবসে এই কবিতটি উৎসর্গ করলাম। আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।
লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।




























