বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলার সহ- সভাপতি মাওঃ আব্দুল ওয়াদুদ হোসাইনীর ইন্তেকাল: জানাযা সম্পন্ন
- Update Time : ১০:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
- / ৭৯ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ- সভাপতি ও জয়সিদ্ধি মাদ্রাসার সাবেক মুহতামিম এবং উপজেলার ডুংরিয়া উত্তর কান্দা নিবাসী মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনী(৬০) বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন,ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুকালে স্ত্রী, একমাত্র ছেলে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল ২টায় নামাজে জানাযা উপজেলার ডুংরিয়া মদীনাতুল উলুম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহীম, মাওলানা মোখলেছুর রহমান, শাহজালাল মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, সুনামগঞ্জ জেলা শাখার ইসা আন্দোলন নেতা ক্বারী মুহিব্বুল হক, শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বশর জুবায়ের, জয়কলস ইউনিয়ন কমিটির নির্বাহী সদস্য হাফিজ আব্দুল মুকিত, মৌলভী হোসাইন আহমদ, হাফিজ মাওনানা হোসাইন আহমদ, মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুল ওয়াদুদ, সার্জেন্ট (অব:) সিরাজুল ইসলাম, জয়সিদ্ধি মাদ্রাসার মুহতামিম ফয়জুন্নুর সহ সহস্রাধিক মুসল্লিয়ানে কেরামগণ প্রমূখ।
শোক: মরহুম মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনী বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি ছিলেন এবং সংগঠনের জন্য খুবই ত্যাগী ও নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বিভিন্ন সময় ইমামতি করেছেন।
মাওলানা আব্দুল ওয়াদুদ’র মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের (রিক্সা প্রতিকের) সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী আজিজুল হক, সেক্রেটারী হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সেক্রেটারী মাওলানা আজির উদ্দীন সহ নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং পরিবারের সবাইকে আল্লাহ তা’য়ালা যেন ছবরে জামিল দান করেন, নেতৃবৃন্দরা মরহুমের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন।




















