০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সের ভিসা প্রত্যাশী বাংলাদেশীদের জন্য সুসংবাদ

  • Update Time : ০১:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশে ফ্রান্স ভিসা সেবা চালু করেছে ভিএফএস গ্লোবাল। এর মাধ্যমে ঢাকায় আধুনিক ভিসা আবেদনকেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে আবেদনকারীরা গুলশান এভিনিউতে অবস্থিত নতুন কেন্দ্রে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদন জমা দেয়া শুরু হয়েছে। ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। পাশাপাশি প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার, ফর্ম পূরণসহ অতিরিক্ত সুবিধাও নেওয়া যাবে। ইতোমধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার নতুন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। তিনি বলেন, এই উদ্যোগ বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ আরও সহজ করবে। এর ফলে প্রতিদিন বেশি সংখ্যক আবেদন গ্রহণ করা যাবে, অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমবে এবং আধুনিক পেমেন্ট সুবিধা যুক্ত হবে। সব মিলিয়ে আবেদনকারীর অভিজ্ঞতা হবে উন্নততর। রাষ্ট্রদূত আরও জানান, ভিএফএস গ্লোবাল কেবল আবেদনকারীদের নথি সংগ্রহ করবে। ভিসা যাচাই ও প্রক্রিয়াকরণ সম্পূর্ণভাবে ফ্রান্স দূতাবাসের দায়িত্বে থাকবে। ঢাকার গুলশান–২ এ অবস্থিত র‌্যাংস জেড স্কোয়ারের সপ্তম তলায় কেন্দ্রটি চালু হয়েছে। এখানে আবেদনকারীরা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা নিতে পারবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ফ্রান্সের ভিসা প্রত্যাশী বাংলাদেশীদের জন্য সুসংবাদ

Update Time : ০১:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশে ফ্রান্স ভিসা সেবা চালু করেছে ভিএফএস গ্লোবাল। এর মাধ্যমে ঢাকায় আধুনিক ভিসা আবেদনকেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে আবেদনকারীরা গুলশান এভিনিউতে অবস্থিত নতুন কেন্দ্রে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদন জমা দেয়া শুরু হয়েছে। ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। পাশাপাশি প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার, ফর্ম পূরণসহ অতিরিক্ত সুবিধাও নেওয়া যাবে। ইতোমধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার নতুন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। তিনি বলেন, এই উদ্যোগ বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ আরও সহজ করবে। এর ফলে প্রতিদিন বেশি সংখ্যক আবেদন গ্রহণ করা যাবে, অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমবে এবং আধুনিক পেমেন্ট সুবিধা যুক্ত হবে। সব মিলিয়ে আবেদনকারীর অভিজ্ঞতা হবে উন্নততর। রাষ্ট্রদূত আরও জানান, ভিএফএস গ্লোবাল কেবল আবেদনকারীদের নথি সংগ্রহ করবে। ভিসা যাচাই ও প্রক্রিয়াকরণ সম্পূর্ণভাবে ফ্রান্স দূতাবাসের দায়িত্বে থাকবে। ঢাকার গুলশান–২ এ অবস্থিত র‌্যাংস জেড স্কোয়ারের সপ্তম তলায় কেন্দ্রটি চালু হয়েছে। এখানে আবেদনকারীরা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা নিতে পারবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ