০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফাগুন : এম এ আসকর

  • Update Time : ০২:০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ফাগুন এসেছে আগুন নিয়ে
ফুল ফোটেছে গাছে,
পূব আকাশে ঊষা হাসে
কলকাকলি নাচে।

কৃষ্ণচূড়া কৃষ্ণ নয়
গেঁথেছে রাঙ্গা ফুল,
ডালে ডালে কিচিরমিচির
নববধূ সাজায় তাহার চুল।

ফাগুন এসেছে আগুন নিয়ে
ভাঙ্গার কবির ঘুম,
ছন্দে ছন্দে ফাগুন সাজায়
চলছে বাসন্তী ধুম।

গাছে গাছে নতুন পাতা
মিষ্টি মিষ্টি হাসি,
শীতের বিদায় উষ্ণ হাওয়া
আমরা ফাগুন ভালবাসি।

কবি: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ফাগুন : এম এ আসকর

Update Time : ০২:০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২

ফাগুন এসেছে আগুন নিয়ে
ফুল ফোটেছে গাছে,
পূব আকাশে ঊষা হাসে
কলকাকলি নাচে।

কৃষ্ণচূড়া কৃষ্ণ নয়
গেঁথেছে রাঙ্গা ফুল,
ডালে ডালে কিচিরমিচির
নববধূ সাজায় তাহার চুল।

ফাগুন এসেছে আগুন নিয়ে
ভাঙ্গার কবির ঘুম,
ছন্দে ছন্দে ফাগুন সাজায়
চলছে বাসন্তী ধুম।

গাছে গাছে নতুন পাতা
মিষ্টি মিষ্টি হাসি,
শীতের বিদায় উষ্ণ হাওয়া
আমরা ফাগুন ভালবাসি।

কবি: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ