বিশেষ প্রতিনিধি :: পিতার হাতে এক পুত্র খুন হওয়ার ঘটনা ঘটেছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামে রোববার বিকেল ৪টার দিকে পিতা আদম আলীর(৬৫) ধারালো দা এর কোপে মাদ্রাসা পড়ুয়া ছাত্র এনামুল হক (১২) নিহত হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, খুনী পিতা আদম আলী (৬৫) বেশ কিছু দিন আগে জেল থেকে বেরিয়ে আসে তার চলাফেরা অনেকটা ভারসাম্যহীন। রবিবার বিকালে পুত্র এনামুল হক’কে মাদ্রাসায় গিয়েছে কিনা জানতে চাইলে এনামুল মাদ্রাসায় যায়নি বলে জানায় এসময় আদম আলী হঠাৎ ক্ষেপে গিয়ে ঘর থেকে ধারালো ‘দা’ দিয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্র এনামুল হক’কে (১২) কোপাতে থাকেন এইদৃশ্য দেখে আশপাশের মানুষ চিৎকার চেঁচামিচি করলে স্থানীয় লোকজন লাটিসোঠা নিয়ে ধাওয়া করে আদম আলীর কবল থেকে ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এনামুল এর অবস্থা বেঘতিক দেখলে তাকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করেন। পথিমধ্যে গোয়ালাবাজারে পৌছাঁর পর পর এনামুল হকের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর এর নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘাতক পিতা আদম আলীকে গ্রেফতার করে।
ঘটনায় নিহত এনামুল এর মা রোকেয়া বেগম তার স্বামীকে একক আসামী করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে নবীগঞ্জ থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে ঘাতক পিতাকে আটক করি এবং আটক আদম আলীও কিছুটা আঘাত পাওয়ায় তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ময়না তদন্তের জন্য নিহত এনামুলের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



























