পাগলায় কৃষকের চার দাবীতে মানববন্ধন
- Update Time : ০৩:৪৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় কৃষকের চার দাবীতে মানববন্ধন করেছে সাবেক যুবদল নেতা কমাল পারভেজ সাজন সমর্থকেরা। ১০এপ্রিল সোমবার বিকেলে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, টানা বর্ষণে ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের দূর্ণীতির কারণে সুনামগঞ্জ জেলার প্রায় সবক’টি হাওর পানির নিচে তলিয়ে গেছে। জেলার কৃষকদের মাঝে এখন শুধুই হাহাকার। তাই অবিলম্বে জেলাকে দূর্গত এলাকা ঘোষণা করতে হবে। যেসব কৃষকরা ব্যাংক ও বিভিন্ন বেসরকারী সংস্থা থেকে ক্ষুদ্রঋণ নিয়েছেন তাদের ঋণ মওকুফ করতে হবে। দূর্ণীতিবাজ প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিসিআইসি), ঠিকাদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে। আগামী বছর চাষ করার জন্য স্বল্পসুদে, সহজ শর্তে কৃষিঋণ, বীজ ও সার বিতরণের ব্যবস্থা করতে হবে।
কামাল পারভেজ সাজনের সভাপতিত্বে ও ইসলামুল হক জয়েনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সাইদুল ইসলাম, রুবেল আলম, নাসির হুসেন, মিজান মিয়া, মুহিবুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাদির আলী, আসকর আলী, আরশ আলী, আলীম উদ্দিন, জাকার মিয়া, ফসল মিয়া, ইউনুছ আলী, অযুদ মিয়া, হুসেন মিয়া, ফয়জুল হক, আনুয়ার হোসেন, হোসেন মিয়া, মানিক মিয়া, শাহ আলম, আতাউর রহমান, কাহার মিয়া ও হাফিজুর রহমান প্রমূখ।


























