০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরমাণু সাবমেরিন ড্রোনের পরীক্ষা চালিয়েছে রাশিয়া
- Update Time : ০২:১৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক :: রাশিয়া পরমাণু সাবমেরিন ড্রোনের (মনুষ্যবিহীন) বৈপ্লবিক পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাই এমন দাবি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৭ নভেম্বর পানির নিচে এই ড্রোনের পরীক্ষা চালানো হয়।
তবে এই পরীক্ষা সফল হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে’র।
পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস ‘ওয়াশিংটন ফ্রি বিকন’কে বলেন, রুশ সামরিক বাহিনীর ‘আন্ডারওয়াটার মিলিটারি ডেভেলপমেন্টস’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের অবতি হতে থাকায় গত বছর থেকে পরমাণু প্রযুক্তির উন্নতি সাধন জোরদার করেছে রাশিয়া। এর মধ্যে পরমাণু সাবমেরিন ড্রোনের পরীক্ষা চালানোর খবর এলো।
প্রসঙ্গত, স্নায়ুযুদ্ধের পর সম্প্রতি রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।



























